টুম্বলারে বিজ্ঞাপন বিক্রির জন্য ফেসবুকের দারস্থ ইয়াহু
টুম্বলারে বিজ্ঞাপনের জন্য সম্প্রতি ফেসবুকের দারস্থ হয় ইয়াহু। এ নিয়ে তাদের মধ্যে একটি চুক্তি ও সাক্ষরিত হয়। “ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক” এর মাধ্যমে এই চুক্তিকে বাস্তবায়ন করার পরিকল্পনা চলছে।
এই চুক্তির মাধ্যমে ফেসবুক টুম্বলারে নিজেদের বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে। এর ফলে বিজ্ঞাপনের আয়ের একটি অংশ পাবে টুম্বলারের বর্তমান মালিক ইয়াহু । বলে রাখা ভালো মাত্র তিন বছর আগে ২০১৩ সালে ইয়াহু টুম্বলার কে কিনে নেয় ১.১বিলিয়ন ডলারে। ফেসবুকের সাথে চুক্তির আগেও মাইক্রোসফট-গুগল সহ বেশ কিছু কোম্পানির সাথে চুক্তি করেছে ইয়াহু। আসলে নিজেদের বিজ্ঞাপন প্রচার-প্রসার বানিজ্যতে অলিখিতভাবে ইয়াহু নিজেদের অসামর্থ্য তা তুলে ধরছে। এরই মধ্যে তারা টুম্বলারের মুল্য ২০শতাংশ কমিয়ে দিয়েছে। এবং ভবিষ্যতে আরো কমানোর ইঙ্গিত ও দিয়েছে।