অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনঅ্যান্ড্রয়েড এপ্লিকেশন/গেমস রিভিউসর্বশেষ টেক নিউজ

ম্যাসেঞ্জার এ খেলুন লুকানো বাস্কেটবল গেম

c1d8fa42334fad6283f9dcbf939b9441-56eeb79b824d1বর্তমানে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যাবহারকারী প্রায় ৬০ কোটি । ম্যাসেঞ্জারে ব্যাবহারকারীদের ধরে রাখতে নতুন পদ্ধতি হাতে নিয়েছে ফেসবুক। এখন মেসেঞ্জারেই খেলা  যাবে গেম, এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি সফটোয়ার ইন্সটল দিতে হবেনা। আইওএস, অ্যান্ড্রয়েড দুই প্লাটফরমেই খেলা যাবে এই গেম।

তবে এখন পর্যন্ত শুধু দাবা আর বাস্কেটবল ই খেলা যাচ্ছে ,যদিও বাস্কেটবল গেমটি একটা হিডেন ফিচার হিসেবেই রেখেছে ফেসবুক।

la-fi-image-facebook-messenger-basketball-20160320 (1)


ম্যাসেঞ্জারে যেভাবে মেসেঞ্জারে খেলবেন বাস্কেটবলঃ


 

  • প্রথমে নিশ্চিত হয়ে নিন মেসেঞ্জাররের সর্বশেষ ভার্সনটি আপনার মোবাইলে ইন্সটল দেওয়া আছে কি না !

 

facebook-messenger-just-released-secret-basketball-game-heres-play.w654
         যেই ইমোজিটি পাঠাবেন
  • এর পর যে বন্ধুর সাথে খেলবেন তার মেসেজ অপশনে যান
  • তাকে বাস্কেটবলের ইমোজিটি পাঠান, এটা ম্যাসেঞ্জারেই খুজে পাবেন, যেখান থেকে অনেক ধরনের স্মাইলি পাঠানো যায় ঠিক সেখানে
  • পাঠানো্র পর ক্লিক করুন সেই ইমোজিটইতে দেখবেন আপনার গেম শুরু হয়ে গেছে।
  • আপনার কাজ বলো বলটিকে বাস্কেটে ছোড়া,সাধারনত ১০স্কোরের বেশি কেউ করতে পারেনা,তখন বাস্কেটটি নড়াচড়া শুরু করে। ২০ এর পর নড়াচড়ার এই গতি আরো বেড়ে যায়।

তো আর কি খেলুন,নিজের স্কোর দিয়ে চ্যালেঞ্জ জানান বন্ধুকে।

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।