আইফোনমোবাইল-ম্যানিয়া

স্বল্পমূল্যে নতুন আইফোন এসই

iphone

অবশেষে বছরের নতুন আইফোন হিসেবে বাজারে আসলো 5SE । 5S এর চেয় অনেক নতুনত্বে ভরা এই ফোন। ২১শে মার্চ নিজেদের কুপারতিনো অ্যাপল ক্যাম্পাসে অ্যাপল উন্মুক্ত করে তাদের ৪ইঞ্চির নতুন ফোন 5SE এর।


 

maxresdefaultনতুন এই চার ইঞ্চির ডিসপ্লের আইফোন গ্রাহকদের ছোট পর্দার চাহিদা মেটাবে ।পাশাপাশি এর দাম ও তুলনামুলক ভাবে অনেক কম! নামে 5SE হলেও এর ভেতর টা 6S এর মতোন ডিজাইন করা । এতে আছে 4k ভিডিও ধারন করার ক্ষমতা । A9 চিপসেটের এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা 5মেগাপিক্সেল এবং ব্যাক-ক্যামেরা ১২ মেগাপিক্সেল।


16 গিগাবাইটের আইফোন 5SE এর মুল্য 399ডলার (প্রায় 32,000 টাকা)। এবং 64 গিগাবাইট ঙ্গাইফোন 5 SE এর মুল্য 499 ডলার (প্রায় 39,000 টাকা)। পাওয়া যাচ্ছে গোল্ড, রোজগোল্ড ও সিলভার কালারে। ভারতের বাজারে এই বছরের এপ্রিলেই পাওয়া যাবে মোবাইলটি।

iphonese-thumb8-800x543

 

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।