ডেস্কটপ পিসিতে চালান হোয়াটসঅ্যাপ
সম্প্রতি চ্যাটিং এর জন্য অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ (whatsapp) চ্যাটিং এর বাড়তি একটি সুবিধা যোগ করেছে,সেটা হলো আপনি এখন ডেস্কটপে চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ (whatsapp) ! এমনকি সেটা আপনাকে নোটিফিকেশন ও দিবে সময়মতো।
চলুন ডেস্কটপে whatsapp চালানো যাক
কাজটা খুবই সোজা। শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করুন।
- প্রথমে আপনার ক্রোম,মোজিলা বা ওপেরা থেকে ক্লিক করুন এখানে- whatsapp অথবা আপনার ব্রাউজার থেকে https://web.whatsapp.com/ লিংকে প্রবেশ করুন ।
- তারপর চিত্রের মতো একটা পেজ আসবে, এখন আপনি আপনার মোবাইল থেকে অ্যাপে ঢুকুন। ডানপাশের কোনার মেনু বার চাপ দিলে একটা অপশন দেখবেন নাম whatsapp web ।সেখানে ক্লিক করুন
- ক্লিক করার সাথে সাথে একটি স্ক্যানার ওপেন হবে আপনার মোবাইলে,সেটি ডেস্কটপের বারকোডটির দিকে তুলে ধরুন এমনভাবে যাতে পুরো বারকোডটি সঠিকভাবে স্ক্রীনের বক্সে দেখা যায়।
ব্যাস হয়ে গেলো।এরপর চালান হোয়াটসঅ্যাপ (whatsapp) আপনার ডেস্কটপে ।
- আর হা চাইলে নোটিফিকেশন ও অন করে রাখতে পারেন,ঢুকলেই বাম পাশের মেসেজ লিস্টের ঊপরেই পাবেন নোটিফিকেশন অপশন । সেখানে ক্লিক করে allow করলেই আপনার নোটিফিকেশন চালু হয়ে গেলো ।
আজ এ পর্যন্তই…সাথে থাকুন টেকমাস্টারের,শেয়ার করুন নিজের জানা জিনিসগুলো আমাদের সাথে ,আর হয়ে উঠুন আমাদেরই একজন,মনে রাখবেন জানলেই হবেনা তা ছড়িয়ে দিতে না পারলে জানাটাই বৃথা ।