প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

গুগল পার্টনারশীপ পেলো মিডিয়াকম লিমিটেড বাংলাদেশ

বিশ্বের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা গুগলের অফিশিয়াল ‘গুগল পার্টনার’ হিসেবে স্বীকৃতি পেলো বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা ‘মিডিয়াকম লিমিটেড বাংলাদেশ’। বিস্তারিত লিখছেন টেকপ্রেমী মাসউদ ইকবাল।

গুগল পার্টনারশীপ পেলো মিডিয়াকম লিমিটেড বাংলাদেশস্কয়ার গ্রুপের সদস্য সংস্থা মিডিয়াকম লিমিটেড বাংলাদেশ (MCL) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটি ১৯৯৭ তে প্রতিষ্ঠিত হতে বিগত ১২ বছর ধরে ব্র্যান্ড কনসালটেন্সি, মার্কেটিং কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, মিডিয়া প্ল্যানিং, পাবলিক রিলেশনস, টিভি ও পত্রিকা বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচারনামূলক কাজ করে আসছে।

২২ মার্চ বিকেলে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি- ‘গুগল পার্টনার’ সার্টিফিকেট অর্জনের কথা জানায়। ‘গুগল পার্টনার’ হল মূলত গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফিকেশন প্রোগ্রাম’ যা কোয়ালিফাইড বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো স্বীকৃতি দেয়।

‘গুগল পার্টনার’ স্বীকৃত সংস্থা অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর গুগলের এর ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করে। ‘গুগল পার্টনার ব্যাজ’ ধারনকারী মিডিয়াকম এখন থেকে গুগলের সাথে সংশ্লীষ্ট থেকে বিভিন্ন সেমিনার, ট্রেনিং এ অংশগ্রহন করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরী করতে পারবে। তবে এজন্য প্রত্যেক বছর অবশ্য পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।

উল্লেখ্য এর আগে বাংলাদেশের আরো ৪ টি প্রতিষ্ঠান এই সামর্থ্য লাভ করে।

সংস্থাটির এক মুখপাত্র বলেন,

বর্তমানে রবি, স্কয়ার, রুচি, রাধুনি, এসএমসি, বিক্যাশ, বাটা, বিক্রয় ডট কম সহ অনেক জনপ্রিয় ব্র্যান্ডের প্রোমোশানেই মিডিয়াকম জড়িত আছে।

মাসউদ ইকবাল

আমি মাসউদ ইকবাল, টেকমাস্টারব্লগ কমিউনিটির একজন উপদেষ্টা। বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ক ওয়েব কন্টেন্টের মানসম্মত এক সংগ্রহ তৈরীর লক্ষ্যে টেকমাস্টারব্লগের এই যাত্রায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। সাথে থাকুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।