ইন্টারনেট প্যাকেজ ২জিবি মাত্র ২০ টাকায়!
ইন্টারনেট ছাড়া একদিন থাকা কষ্টকর, অনেকের আবার ইন্টারনেট থাকা সত্ত্বেও অধিক ব্যয়ের জন্য ইচ্ছেমত প্রয়োজনীয় প্রোগ্রাম কিংবা তথ্য ডাউনলোড করতে পারছেন না। বিশেষ করে যারা শহরের থেকে অনেক দূরে থাকেন বা যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্যই মূলত প্যাকেজটি সম্পর্কে লেখা।
আন্তর্জাতিক সুখি দিবশ উপলক্ষে গ্রামীনফোন দিচ্ছে মাত্র ২০ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকেজ অফার। সময় আর মাত্র একদিন! তাই গ্রামীনফোন প্রি-পেইড সংযোগ বা প্রি-পেইড সিম দ্বারা চালিত মোডেম ব্যবহারকারী এখনই নিয়ে নিন এই সুবর্ণ সুযোগটি।
অফারটি পেতে সচল যে কোন প্রি-পেইড জিপি সিম থেকে *5000*76# ডায়াল করতে হবে, প্যাকেজটির মেয়াদ ৭ দিন।
উল্লেখিত প্যাকেজের শর্তাবলীঃ
- মেয়াদ ৭ দিন; অফারটি ব্যাবহার করা যাবে 12 AM – 10 AM
- মূল্যে ভ্যাট , সম্পূরক শুল্ক,সারর্চাজ প্রযোজ্য
- মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)
- ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2#
- অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয়