হজ্জ যাত্রীদের নিবন্ধন ৩০ মে এর ভিতর
ইসলাম ধর্মের মূল ভিত্তি ৫ টিঃ-
- কালেমা,
- নামাজ,
- যাকাত,
- হজ্জ,
- এবং রমজানের রোজা।
শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ্ব সম্পাদন করা ফরজ।
এবার যারা বেসরকারিভাবে হজ্জে যাবেন তাদের আগামী ৩০ মে’র মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। আর ৩০ জুনের মধ্যে জমা দিতে হবে প্যাকেজের টাকা।
আজ বুধবার সকালে হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেসকারি ব্যবস্থাপনায় এ বছর হজ্জ যাত্রীদের সর্বনিম্ন হজ্জ প্যাকেজ কোরবানি ছাড়া তিন লাখ চার হাজার ৯০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত সোমবার জাতীয় হজ্জ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১৪ হাজার লোক হজ্জে যেতে পারবেন।
এর মধ্যে সরকারিভাবে পাঁচ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৮৬৮ জন হজ্জে যেতে পারবেন।
এ বছর হজ্জ যাত্রীদের অভিন্ন খরচ ধরা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।