প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

রোবট যখন সাহিত্যিক

rঅনেক গুলো মুভিতে দেখা যায়,রোবট এবং মানুষের মাঝে যুদ্ধ হয়।এবং এক পর্যায়ে রোবট জয় লাভ করে।কিন্তু মুভিতে দেখা রোবট গুলো অস্ত্র ব্যবহার করে মানুষ কে হারিয়ে দিতে দেখা যায়।

সম্প্রতি এমন এক কান্ড রোবট ঘটাল যা শুনলে সত্যিই পিলে চমকে উঠতে হয়।

বাস্তবের এই রোবট টা অস্ত্র হিসেবে ব্যবহার করে কলম।

সমগ্র বিশ্ববাসী কে তাক লাগিয়ে দিয়ে লিখে পেলে একটা আস্ত উপন্যাস।
কলম নিয়ে আঁকিবুকি নয় বরং একটা আস্ত উপন্যাসই লিখে ফেলেছে রোবট ‘এআই’ প্রোগাম৷

শুধু লেখাই নয় উপন্যাস লিখে এক্কেবারে পুরস্কারের শেষ পর্যায় পৌঁছে গিয়েছিল রোবটটি৷

অসাধারণ ঘটনাটি ঘটেছে জাপানে৷
জাপানি অধ্যাপক হিতোশি মাত্সুবারা এবং তার দল উপন্যাসের মান আগে থেকেই ঠিক করে দেন৷ সেই অনুযায়ী উপন্যাস লেখে রোবটটি৷ জাপানি ভাষায় উপন্যাসের নাম “কোনপিউতা গা শোসেত্সু ও কাকু হি”৷

উপন্যাসে ছিল বিভিন্ন চরিত্র, বিভিন্ন গল্পের প্লটও৷ এছাড়াও ছিল উপযুক্ত সংলাপ৷
‘হোশি শিনিচি লিটেরারি’ পুরস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয় রোবটটির লেখা৷ জমা হওয়া ১৪৫০ লেখার মধ্যে ১১টি লেখা রোবটদের লেখা৷ সেই পুরস্কার অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে যায় রোবটটির লেখা৷

বিশেষজ্ঞরা ধারণা করতেছেন আর বেশি দিন নেই যেদিন উপন্যাস লিখে নোবেল জিতবে কোন রোবটই

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।