প্রতিবেদন

ফেসবুক কি?

fa“চীন” এশিয়ার সর্ববৃহৎ দেশ। যার আয়তন প্রায় অ্যামেরিকার সমান।

এই কথা শুনতে অভাক লাগার কথা যে, চীনের অধিকাংশ মানুষ এখন ফেসবুক কি জানে না।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ চীন সফর করেন। খবরটি দেশটির মিডিয়াতে প্রকাশের পর, চীনের জনপ্রিয় মাইক্রোব্লগ সিনা উইবোতে বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক নানা মন্তব্য করা হয়।

কেননা চীনের অধিকাংশ মানুষ জানে না ফেসবুক কী বা জাকারবার্গ কে?

সরকারিভাবে চীনে ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ।

তাই মার্ক জাকারবার্গের চীন সফর ও আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা দেখে প্রশ্ন তোলে ৫ কোটি ফলোয়ারযুক্ত সিনা উইবোর ব্রেকিং নিউজ অ্যাকাউন্ট।

এই অ্যাকাউন্ট থেকে বলা হয়, তাহলে কি ফেসবুক চীনে উন্মুক্ত হতে যাচ্ছে?
সম্প্রতি ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ চীনে সংক্ষিপ্ত সফরে এসেছেন। সফরে তিনি চীনের সরকারি ও বেসরকারি খাতে কাজ করার জন্য দেশটির নেতাদের সঙ্গে কথা বলেছেন। স্ত্রী প্রিসিলা চ্যানও জাকারবার্গের সফরসঙ্গী হয়েছেন।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।