প্রতিবেদন

শতকোটি টাকার ক্যালেঙ্কারী তদন্তে কর্মকর্তাদের ল্যাপটপ জমার নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ ক্যালেঙ্কারীর দুই মাস পর তদন্তের স্বার্থে সকল কর্মকর্তাদের ল্যাপটপ জমা দেবার আদেশ জারি করা হয়েছে যা জমা দিতে হবে ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বা আইটি অপারেশন ও কমিউনিকেশন বিভাগে।

বাংলাদেশ ব্যাংক হ্যাকগতকাল, সোমবার, আদেশ করা এই আদেশে বলা হয়েছে,

চলমান তদন্তের স্বার্থে ব্যাংকের সব কর্মকর্তার ল্যাপটপ সংগ্রহ করে ‘সিকিউরিটি এজেন্ট’ স্থাপন বা ইনস্টল করে নেটওয়ার্কে চলমান রাখা প্রয়োজন

তদন্ত শেষে এই ল্যাপটপ ফিরত দেওয়া হবে জানালে ও নির্দিষ্ট কোন তারিখের কথা উল্লেখ করা হয়নি আদেশে। তবে অবাক করা বিষয় এই যে, এত দেরীতে কেন এই উদ্দ্যোগ?

এক সুত্রে জানা যায়, ‘কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ কর্মসূচি’ এর আওতায় নিজস্ব অর্থায়নে প্রায় ১৫০০ ল্যাপটপ দেওয়া হয় কর্মকর্তাদের। সেগুলোই এখন তদন্তের জন্য দাপ্তরিক আদেশে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্যঃ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘটা বিরাট অঙ্কের অর্থ ক্যালেঙ্কারির পর কিভাবে ব্যাংকের সুইফটের সংকেত বাইরের কোন ব্যাক্তি বা গোষ্ঠি পায় সেটা জানার লক্ষেই এত আয়োজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।