গুগলের কাছে ৯৩০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল ওরাকল
মার্কিন টেক জায়ান্ট ওরাকল ৯৩০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছে সার্চ জায়ান্ট গুগলের কাছে। ওরাকল জাভা ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস’ (এপিআই) অ্যান্ড্রয়েডে দীর্ঘ সময় ব্যাবহার করার কারনে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই উল্লেখ করে এই অর্থ দাবি করেছে ওরাকল।
ছয় বছর আগে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জাভা প্লাটফরম ব্যাবহারের জন্য মামলা করেছিল ওরাকল।তখন তারা জাভা ব্যাবহারের জন্য অনুমতিপত্র নেয়ারও দাবি জানিয়েছে।
২০১০ সালে জাভা এপিআই নিয়ে গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় ওরাকল। ওরাকল প্রতিষ্ঠানটি গুগলের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল তারা জাভা এপিআইয়ের সঠিক ব্যাবহার করছে না।
তবে ২০১২ সালে মার্কিন জুরি বোর্ড গুগলের পক্ষেই রায় দিয়েছিল।তখন ওরাকল হাল ছেরে না দিয়ে মার্কিন ফেডারেল আদালতের শরণাপন্ন হয়। তবে ফেডারেল আদালত মামলাটি না নিয়ে আবার পাঠিয়ে দেয় নিম্ন আদালতে।
সম্প্রতি ওরাকল অভিযোগ করেছে অ্যান্ড্রয়েডে জাভার সঠিক ব্যাবহার না করার কারনে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তারা ক্ষতিপূরণ হিসেবে গুগলের কাছে ৯৩০ কোটি মার্কিন ডলার দাবি করেছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে গুগল এবং ওরাকল কারো কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে কন বক্তব্য পাওয়া যায়নি।