বিশ্ব ডাটা ব্যাকআপ দিবস
মানুষের দৈনন্দিন ভালো অভ্যাসগুলোর মধ্যে একটি হচ্ছে নিয়মিত প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ রাখা। প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ রাখতে কি খুব বেশি অর্থ বা প্রযুক্তির প্রয়োজন হয় যা আপনার হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে ডেটার রিকভারি করতে লাগে? বা যে পরিমান ক্ষতির সম্মুখীন হন?
নিশ্চয়ই না বলবেন!
সব জানা সত্ত্বেও অবহেলা করে ব্যাকআপ নিচ্ছেন না। নিজের ডেটা আর অর্থ দুটোই বাঁচাতে চাইলে আর অপেক্ষা কেন ডেটার ব্যাকআপ নিতে। ডেটার ব্যাকআপ বিষয়ে গবেষণায় অনুদানকারী ক্লাউড ডেটা ব্যাকআপ সেবাদাতা প্রতিষ্ঠান আক্রোনিক্সের গবেষণার ফলাফলে-
- সারা বিশ্বের প্রতি ৩ জনের ১ জন ব্যাকআপ না নেওয়ার ফলে ডেটা লসে ভোগান্তির সম্মুখীন
- তাদের মাঝে ১১% মানুষই ডেটা রিকভারিতে প্রতিজনে খুইয়েছেন প্রায় চল্লিশ হাজার (৪০,০০০) টাকা!
- ৩৮ ভাগ মানুষ এখনও ডেটার ব্যাকআপ রাখতে এক্সটারনাল হার্ডড্রাইভের উপর এবং মাত্র ৩০ ভাগ ক্লাউডের উপর নির্ভরশীল
সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে ব্যাকআপ দিবস। আগামী ১মে তারিখে হার্ডডিস্ক কিংবা মোবাইল মেমোরির ক্র্যাশ খেয়ে বোকা হতে না চাইলে বিশ্ব ব্যাকআপ দিবসেই আপনার কম্পিউটার, মোবাইল বা ক্যামেরার ব্যাকআপ নিয়ে নিন এখনই।