প্রযুক্তি আয়োজন

বিণামূল্যে ত্রিমাত্রিক অ্যানিমেশন ও ফিল্ম মেকিং কোর্স

বিণামূল্যে ত্রিমাত্রিক অ্যানিমেশন ও ফিল্ম মেকিং কোর্স করার জন্য যাদের আগ্রহ আছে তাদের জন্য সুখবর হচ্ছে আনন্দ কম্পিউটার্স ১৫ এপ্রিল ১৬ থেকে তাদের ষষ্ঠ ব্যাচ শুরু করতে পাচ্ছে।

হাইটেক পার্কের সহায়তায় আয়োজিত এ্ই কোর্সটির জন্য কোন কোর্স ফিস নাই এবং এটিই হবে সর্বশেষ ব্যাচ। কেবল মাত্র স্নাতক বা কম্পিউটারে ডিপ্লোমাধারীরাই এই কোর্সে অংশ নিতে পারবে। কোর্সের মেয়াদ হচ্ছে ১৯২ ঘন্টা।

বিণামূল্যে ত্রিমাত্রিক অ্যানিমেশন ও ফিল্ম মেকিং কোর্স (1)

প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকালে ৯-১টা এবং বিকেলে ২-৬টা দুটি ব্যাচে মোট মাত্র ২০ (বিশ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির সময় ৩ হাজার টাকা জামানত দিতে হবে। যদি কেউ শতভাগ ক্লাশে উপস্থিত থাকেন তবে এই টাকা ফেরৎ পাবেন। বুধবার থেকে আবেদন করা যাবে।

আবেদনের সাথে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। যেহেতু আসন সীমিত সেহেতু বাছাই পরিক্ষা নেয়া হবে এবং তারই প্রেক্ষিতে ভর্তি করা হবে। মোস্তাফা জব্বার সাহেব কোর্সটি নিজে পরিচালনা করবেন এবং নিজে বাস্তব কাজ করার প্রশিক্ষণ প্রদান সহ মনিটরিং করবেন। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের বিষয়টিও অগ্রাধিকার দেয়া হবে।

ভর্তির জন্য যোগাযোগ করতে হবে
০২-৭১৯৪০০২, ০২ ৭১৯৪৫২৭।
সরাসরি যোগাযোগ:
আনন্দ কম্পিউটার্স ১৮৮ আরামবাগ
ঢাকা ১০০০। বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।