আইডিয়া জেনারেট করবো যেভাবে!
ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা কথা পরিষ্কার ভাবে জানা জরুরী যে- ডিজাইনের সবচেয়ে গুরুত্ব পূর্ণ অংশ হলো আইডিয়া জেনারেট করা। তা পারলে বুঝবেন ৭০% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন দরকার টুলসের মাধ্যমে ভিস্যুয়াল রূপ দেওয়া। বিস্তারিত জানাচ্ছেন টেকপ্রেমী ডিজাইনার নাসির বিন বুরহান।
আইডিয়া! এক আতঙ্কের নাম। বিশেষ করে আমার মত সবে মাত্র ডিজাইন জগতে পা রাখছেন। আইডিয়া নিয়ে নতুনদের অভিযোগ গুলোর ধরন একই। “আইডিয়া খুজে পাইনা” ” আমি সব পারি কিন্তু আইডিয়া জেনারেট করতে পারি না” ডিজাইন করাতো সহজই কিন্তু আইডিয়া জেনারেট অনেক কঠিন” ইত্যাদি ইত্যাদি।
আজকে দেখবো কি ভাবে সহজেই আইডিয়া রান্না করতে পারি। আইডিয়া রান্নার রেসিপি
- # সুন্দর পরিবেশ।
- # একটি স্মার্ট পেন্সিল
- # একটি সেক্সি পেপার
- # ইমোশন-দুঃখ-যন্ত্রনা মুছে ফেলার জন্য ইরেজার ও
- # রিলেটেড কন্টেন্ট
- # সুন্দর মন
প্রস্তুত প্রণালীঃ
প্রথমেই আইডিয়া রান্না করতে সুন্দর মন প্রস্তুত রাখুন। পেন্সিল, পেপার নিয়ে সুন্দর পরিবেশে বসে পরুন।আর সিদ্ধান্ত নিয়ে ফেলুন আপনি কিসের আইডিয়া রান্না করতে চান।এবার রিলেটেড প্রচুর ডিজাইন দেখুন। বুঝার চেষ্টা করুন তারা কিভাবে কন্টেন্ট গুলোকে সাজিয়েছেন। প্রয়োজনে কন্টেন্ট ডেকোরেশন নিয়ে google করুন।
এবার আইডিয়া রান্নার মূল পর্ব।সময় ঠিক করুন কত সময়ের মধ্যে আইডিয়া রান্না করতে চান। তারপর এটাকে কয়েক ভাগে ভাগ করুন (মিনিমাম চার)।প্রতিটি ভাগে আপনার কন্টেন্টের উপর নির্ভর করে যা ডিজাইন করতে চান তা নিয়ে আলাদা আলাদা স্কেচ করুন। মনে রাখবেন মনে যা আসে তাই স্কেচ করবেন তা অবশ্যয়ই আপনার কন্টেন্ট নির্ভর হতে হবে । স্কেচ শেষ হলে সবগুলোর প্রতি পরম মমতায় চোখ রাখুন। ব্যাস! এবারই পেয়ে যাবেন কোনটি টেস্টী ও খাবার যোগ্য। আর হ্যা! হয়ে গেলো আইডিয়া রান্না।
এবার ব্যবহার যোগ্যটি নির্দিষ্ট পাত্রে সাজান (ফটোশপ-ইল্ল্যু-অন্যান্য টুলসে)
…………………………………………
(মনে যা আসে তাই লিখি। উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না)