ফ্রী রেডহ্যাট লিনাক্স!
ভাবছেন লিনাক্স তো ফ্রীতেই পাওয়া যায়, আবার ফ্রী রেডহ্যাট লিনাক্স এটা লেখার কি দরকার?
লিনাক্স কার্নেল সবার জন্য উন্মুক্ত হলেও এর মাধ্যমে তৈরিকৃত সকল অপারেটিং সিস্টেম ফ্রী নয়, কিছু কিছু উইন্ডোজের মত বিক্রয়ও করা হয়। তেমনই একটি অপারেটিং সিস্টেম হচ্ছে রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। সার্ভারের জন্য সবচেয়ে জনপ্রিয় লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে ডেভেলপকৃত অপারেটিং সিস্টেম রেডহ্যাট লিনাক্স।
শুধুমাত্র ডেভেলপারা অপারেটিং সিস্টেমটি ফ্রী ডাউনলোড করতে পারবে। কিন্তু ডেভেলপাররা রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের ফ্রী এ ভার্সনটি ব্যবহার করে লোকাল অ্যাপস ডেভেলপমেন্টের কাজ করতে পারবে। অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অন্যান্য রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মত পিএইচপি, রুবি, পাইথন, ওপেন জেডিকের মত সকল টুলসই থাকবে ভার্সনটিতে। তবে হতাশার কথা এই যে, প্রোডাক্টশনের জন্য তাদের পেইড সাবস্ক্রিপশনই ব্যবহার করতে হবে।