ইলেকট্রনিক্সটেক ভাবনা

ডানাওয়ালা সেলফি স্টিক রোম ই

হালের জনপ্রিয় ও একই সাথে মানসিক রোগ খ্যাত সেলফি প্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইওটি। অস্ট্রেলিয়ান এই প্রযুক্তি নির্মান কোম্পানি ভিন্নধর্মী সেলফিবাজদের চাহিদা মাথায় রেখে খুব শীঘ্রই(জুনে) বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছে টেক পোর্টাল ম্যাশেবল। জুনে আসার সম্ভাবনা এই সেলফি স্টিকটির যার নাম রাখা হয়েছে রোম ই।

ফ্লায়িং ক্যামেরা সেলফি স্টিক রোম ই (1)
আইওটি গ্রুপ এর কোম্পানি ডিরেক্টর আয়ান ডুফেল ম্যাশেবলকে বলেন,

আমরা একে যথেষ্ঠ ছোট করার চেষ্টা করেছি যাতে এটি একটি ব্যাগে কিংবা পকেট এ এটে যায়। আমরা একে ৬০০ মিলিলিটার বোতল এর সমান বা ছোট করতে চেয়েছি।

রোম ই তে ৫ মেগাপিক্সেল এর এই ক্যামেরায় ৩৬০ ডিগ্রী প্যানারমা ছবি তোলা যাবে। এছাড়াও ২৫ মিনিটের মত লাইভ স্ট্রীম করা সম্ভব এই ভাজ করা সম্ভব সেলফি ফ্লায়িং ক্যামেরা সেলফি স্টিক রোম ই (3)স্টিক এ।
বাজারে বর্তমান লিমি ক্যাম এর সাথে প্রতিদ্বন্দীতা ঝমবে বলে আশা করা যায়। তবে এই রোম ই সেলফি স্টিকটির মূল্যমান প্রায় এক চতুর্থাংশ, ২৫০ ডলার এর মত।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।