বায়োমেট্রিক সিম নিবন্ধনেই বোনাস!!
দেশজুড়ে জোরে-শোরে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ ! অনেক সন্দেহ-উত্তেজনা-বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে থাকা সত্ত্বেও থেমে নেই বায়োমেট্রিক সিম নিবন্ধন পদ্ধতি। সরকারের টার্গেট এপ্রিলের ৩০ তারিখের মধ্যে সব সিম রেজিস্ট্রেশন করার। সিম কোম্পানি গুলো ও জনগনকে আগ্রহী করার জন্য বিভিন্ন অফার চালু করেছে। চলুন দেখে নেই অফারগুলো!!
নতুন ভোটার / জাতীয় পরিচয়পত্র পেতে কি করবো?
গ্রামীনফোন -Grameen phone
বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্টার্ড সিম ইউজারদের জন্য ৯ টাকায় 1GB ইন্টারনেট
গ্রামীণফোন সবসময় গ্রাহকগণের জন্য বিরতীহিন মোবাইল ব্যবহার নিশ্চিত করতে সচেষ্ট। দায়িত্ববান নাগরিক হিসেবে যথাযথ তথ্য এবং পরিচয় প্রদান করে মোবাইল ফোন ব্যবহার দেশের প্রতি একটি নাগরিক দায়িত্ব।
সম্মানিত গ্রাহকগণ যারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুন-নিবন্ধন করেছেন তাদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো আকর্ষণীয় ডাটা অফার। যারা বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন সিম ক্রয় করেছেন তাদের জন্য এই অফার প্রযোজ্য নয় । এই অফারে গ্রাহক মাত্র ৯ টাকায় পাচ্ছেন ১জিবি ইন্টারনেট।
অফারের বিস্তারিত:
- গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে পুন-নিবন্ধনের পর মাত্র ৯ টাকায় ১জিবি ইন্টারনেট ক্রয় করতে পারবেন ( সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ) মেয়াদ ৭ দিন (রাত ২টা থেকে দুপুর ১২টা)
- অফারটি অ্যাক্টিভেট করতে গ্রাহককে *5000*99# ডায়াল করতে হবে
- সফলভাবে রেজিস্ট্রেশনের পর গ্রাহক কেবল একবারই অফারটিতে অপ্ট-ইন করতে পারবেন
- ৯ টাকায় (ভ্যাট+সম্পূরক শুল্কসহ)1GB ইন্টারনেট রাত ২টা থেকে দুপুর ১২টার মধ্যে ৭ দিন মেয়াদে ব্যবহার করা যাবে
- মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা .0১/10KB হারে চার্জ প্রযোজ্য হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত
- কোন রেগুলার ইন্টারনেট প্যাক চালু থাকলে গ্রাহকের মূল অ্যাকাউন্টে অফারের ইন্টারনেট ভলিউম যোগ হবে না
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *121*1*2#
- ক্যাম্পেইনের মেয়াদ ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত
বাংলালিংক -Banglalink
এই অফার আপনার জন্য কিনা জানতে পুরনো সিম থেকে এসএমএস পাঠান ৪৩৪৩ তে আপনার বাংলালিংক নাম্বার লেখে।
বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে পান বিশেষ কল রেট
- সদ্য একটিভেট করা সিম এ ১৯ টাকা রিচার্জ করুন আর সারাদিন পান ২৫ পয়সা/মিনিট কল রেট যে কোন বাংলালিংক নাম্বারে এবং ৬০ পয়সা/মিনিট যে কোন লোকাল নম্বরে।
৩ জিবি ইন্টারনেট বোনাস পান রি-ভেরিফিকেশন এর পর
- ১৯ টাকা রিচার্জ ও বায়োমেট্রিক পন্থায় সিমের সফল রি-ভেরিফিকেশন এর পর বন্ধ সংযোগ চালু করলে গ্রাহকরা পাবে ৩ জিবি ফ্রি ইন্টারনেট বোনাস ৩ ভাগে (১ জিবি করে)।
- গ্রাহকরা প্রথম দিন পাবে ১ জিবি, ৩০তম দিনে ১ জিবি এবং ৬০তম দিনে শেষ ১ জিবি।
- বিগত মাসে শুধুমাত্র ২০ টাকা বা তার অধিক টাকার ইন্টারনেট প্যাক কিনে গ্রাহক ২য় ও ৩য় ভাগের ১ জিবি বোনাস পাবে প্রতি মাসে। শর্তঃ গ্রাহককে ৩০তম ও ৬০তম দিনে অবশ্যই সিম ব্যবহার করতে হবে (টাকা খরচ করে)।
- ২য় ভাগ কোন কারনে না নেয়া হলে ৩য় ভাগও বাদ যাবে।
- বোনাস ইন্টারনেট চেক করতেডায়াল করুন*১২৪*৫০১#
- বোনাস ইন্টারনেট ১০ দিন প্রযোজ্যথাকবে এবং রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
এয়ারটেল-Airtel
আপনি আপনার এয়ারটেল বন্ধ বা সচল সীম টি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে 19 টাকা রিচার্জের ফলে পা্বেন 3 জিবি ইন্টারনেট একদম ফ্রি অফারটি পেতে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে 7 দিনের মধ্যে 19 টাকা রিচার্জ করলে আপনি এই অফার উপভোগ করতে পারবেন।
কিভাবে করবেনঃ
- বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে তারপর 19 টাকা রিচার্জ করুন এবং এর পর ডায়াল করুন *121*19#
- 3টি কিস্তিতে এ ডাটা প্রদান করা হবে
2য় এবং 3য় কিস্তিতে ডাটা পেতে হলে গ্রাহককে 1ম মাসে 30টাকার বেশি এবং 2য় মাসে 30 টাকার বেশি ব্যবহার করতে হবে
রবি-Robi
বায়োমেট্রিক প্রক্রিয়ায় মাধ্যমে বিনামূল্যে ৩ জিবি ফ্রি
গ্রাহক ৩ কিস্তিতে ৩ জিবি ডাটা উপভোগ করতে পারেন (প্রতি মাসে পাবেন ১ জিবি করে ডাটা)।
নিচের শর্তাবলি প্রযোজ্য:
- গ্রাহক ৯ টাকা কিংবা ২৯ টাকা রিচার্জ করে তার সিমটি আবার চালু করে বায়োমেট্রিক প্রক্রিয়ায় তার সিমটি নিশ্চিতকরণ করার ৭২ ঘন্টার মধ্যে ১ম কিস্তি (১ জিবি ডাটা) পাবেন ।
- পরবর্তী ২ মাসে গ্রাহক আরো ২ জিবি ডাটা বোনাস পাবেন (প্রতি মাসে ১ জিবি করে)। এজন্য গ্রাহককে প্রতি মাসে ন্যূনতম ২০ টাকা ব্যবহার করতে হবে।
- গ্রাহক তার কিস্তির ফ্রি ডাটা প্যাকটি বুঝে পাওয়ার ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ডাটা ব্যবহার কর যাবে।
- যেসব গ্রাহক ১ম কিস্তি পাওয়ার উপযুক্ত নন, তারা ২য় কিংবা ৩য় কিস্তি পাবেন না।
টেলিটকঃ
রি রেজিস্ট্রেশন করলেই ১০ টাকা রিচার্জে তিন মাসে পাবেন ৩ জিবি ডাটা, ১৮০ মিনিট টকটাইম ও ৩০০ এসএমএস।
আমার ১৮ বছর হয়েছে কিন্তু ভোটার কার্ড করি নি তবে এখন কিবাবে হবে?