উইন্ডোজসর্বশেষ টেক নিউজ

ফ্রী জেনুইন উইন্ডোজ ১০ স্বল্প সময়ের অফার

এখনও উইন্ডোজ ১০ আপগ্রেড করেননি? উইন্ডোজ ৭ এর ইন্টারফেসের প্রেমিক তাও যুগের সাথে তাল মিলিয়ে চলতে উইন্ডোজ ৮.১ ব্যবহার করছেন? যদি না জেনে থাকেন মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০, যা উইন্ডোজ ৭ ও ৮.১ সংস্করনের মিশ্রণে ডেভোলপ করা হয়েছে। ফ্রীতে আপগ্রেডের সুযোগ আর মাত্র ৪ মাস, প্রায় ১৫ হাজার টাকা বাঁচানোর অফারটি হাতছাড়া করতে না চাইলে এবং জেনুইন উইন্ডোজের স্বাদ পেতে আজই ফ্রীতে আপগ্রেড করে নিন উইন্ডোজ ১০।

উইন্ডোজের ক্র্যাক ভার্সন ব্যবহারকারীরাও পাবেন জেনুইন উইন্ডোজ ১০ হোম আপগ্রেডের সুযোগ। windows 10কিভাবে ফ্রীতে ডাউনলোড করবেন উইন্ডোজ ১০-

খুবই সহজ, নিচের লিংকের মাধ্যমে সরাসরি ডাউনলোড করে নির্দেশনাগুলো অনুসরণ করুন

  • পাশের লিংকে ক্লিক করে আপগ্রেড টুলসটি ডাউনলোড করে নিন (মাইক্রোসফট উইন্ডোজ ১০ )
  • উইন্ডোজ ১০ এর ডেমো দেখতে(উইন্ডোজ ১০ ডেমো)
  • ডাউনলোড হলে ফাইলটি রান/ডাবল ক্লিক করুন
  • নির্দেশ অনুযায়ী কাজ করুন, খেয়াল রাখবেন এসময়ে লোডশেডিং হলে পুনরায় টুলটি ডাউনলোড বাদে সব কাজ আবার করতে হবে।
  • ইন্টারনেটের গতি ২ মেগাবিটের কম হলে ৮-১০ ঘণ্টার মত সময় লাগতে পারে
  • আপনার কম্পিউটারের হার্ডওয়্যার উইন্ডোজ ১০ চলার উপযুক্ত হলেই আপগ্রেড করার অপশন পাবেন

মাইক্রোসফটের দেওয়া তথ্যমতে অফারটি চলবে আগামী ২৯ জুলাই ২০১৬ পর্যন্ত।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।