ইন্টারনেট-নিরাপত্তানিরাপত্তাসর্বশেষ টেক নিউজ

পাচ কোটি তুর্কির ডাটা হ্যাক

প্রায় পাচ কোটি তুর্কির জাতীয় পরিচয়পত্রের ব্যাক্তিগত তথ্য এখন পাওয়া যাচ্ছে অনলাইনে।ইতিহাসে এখনো পর্যন্ত হওয়া অনলাইন হ্যাকিং এর অন্যতম এটি। প্রায় ৫ কোটি সাধারন জনগনসহ সামরিক বেসামরিক লোকদের তথ্য এখন পাওয়া যাচ্ছে অনলাইনে।  এমনকি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এর ব্যাক্তিগত তথ্য ও এখন ডাউনলোড করা যাচ্ছে ।

data-leak

গত সোমবার হতে আইসল্যান্ডীয় এক হ্যাকিং গ্রুপের ওয়েবসাইটে মিলছে ৪৯,৬১১,৭০৯তথ্যবিশিষ্ট এক ডেটাবেস,যা যে কেউ ই ডাউনলোড করতে পারছে। যদিও এখনো তার পুরোপুরি নিশ্চয়তা মিলেনি তবুও যদি তা সত্য হয় তবে এটা হবে ইতিহাসের অন্যতম এক বিশাল অনলাইন অপরাধ।

shutterstock_379730707-900x506

প্রায় ৬.৬জিবির ওই ডেটাবেসে প্রায় ৫০কোটি তুর্কির নিম্নলিখিত তথ্য পাওয়া যাচ্ছেঃ

  • নাম
  • পিতামাতার নাম
  • জাতীয় পরিপয়পত্রের নম্বর
  • লিঙ্গ
  • জন্মের স্থান
  • জন্মতারিখ
  • পূর্ন ঠিকানা
  • বর্তমান শহর

লিক করা ওই ডেটার সত্যতা প্রমানের জন্য হ্যাকার গ্রুপটি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, তাঁর পূর্বসুরী আবদুল্লাহ গুলের সঙ্গে বরাবর, এবং প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এর ব্যাক্তিগত তথ্য ও আপলোড করেছে। সাময়িকভাবে ধারনা করা হচ্ছে রাজনৈতিকভাবে তুর্কি সরকারকে বেকায়দায় ফেলার জন্যই বিরোধীপক্ষের আতাতে হ্যাকার গ্রুপটি এই কার্যক্রম চালিয়েছে।

 

অ্যাসোসিয়েটেড প্রেস লিক হওয়া ডাটার মধ্যে দশ জনের ডাটা তারা মিলিয়ে তার মধ্যে আট জনের তুর্কি আইডি সংখ্যার সত্যতা যাচাই করেছে।

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।