সরকারি কর্মকর্তাদের জন্য আসছে ইনফো-সরকার অ্যাপ
এগুচ্ছে দেশ,এগুচ্ছে দেশের টেকনোলজি …তারই এক হাত ধরে সরকারি কর্মকর্তাদের জন্য বানানো হচ্ছে নতুন অ্যাপ, যার নাম “ইনফো-সরকার”।
বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগের এই অ্যাপ বানাবে “রিভ সিস্টেমস”। এই অ্যাপে থাকবে ইন্টারনেটের সাহায্যে সার্বক্ষণিক বিনামুল্যে কথা বলার সুবিধা,সরাসরি মেসেজ করার সুবিধা, যোগাযোগকারীর অবস্থান দেখানো, নিজ নিজ বিভাগের তথ্য সংরক্ষন ও সংগ্রহ সহ বিভিন্ন সুবিধা। এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কল ও করা যাবে, দেওয়া যাবে প্রজ্ঞাপন ও । যা সাহায্য করবে তথ্য দ্রুত প্রচারে। রিভ সিস্টেমের বানানো এই অ্যাপ চালানো যাবে বিশ্বের যেকোনো দেশ থেকে। ফলে কর্মকর্তারা দেশের বাইরে গেলেও যোগাযোগ করতে পারবেন খুব সহজেই। এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফরমেই চালানো যাবে ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে (বিসিসি ভবন) এ-সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি হওয়ার সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, ইনফো-সরকারের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল, হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেনসহ অনেকে।