সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

ফেসবুক চুরি করলো স্ন্যাপচ্যাট এর সেরা ফিচার

ফেসবুক তাদের ম্যাসেঞ্জার নিয়ে বেশ সক্রিয় বিশেষ করে এর ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য এটা একটা কর্ম পরিকল্পনা। এরই ধারবাহিকতায় এখন নতুন ইউজার নেম সুবিধা যুক্ত হয়েছে।

ফেসবুক চুরি করলো স্ন্যাপচ্যাট এর সেরা ফিচারটি

এখন আপনি অনবদ্য ম্যাসেঞ্জার ইউআরএল পাবেন, আপনার ইউজার নেমকে কেন্দ্র করে যদি না আপনি যদি ফেসবুক প্রোফাইল ইউজার সেট করে থাকেন।

এটা কাজ করবে অনেকটা নিয়মিত ইউআরএল এর মতই, যা কিনা সবাইকে ম্যাসেঞ্জারে চ্যাট করতে সহায়তা করবে।

ফেসবুক চুরি করলো স্ন্যাপচ্যাট এর সেরা ফিচার

যেমনঃ

http://m.me/LuckyFM007

এখানে লাকিএফএম০০৭ হল ইউজার নেম

এটা আসলে সেসব ব্যবসায়িক ফেসবুক ব্যবহারিদের সহায়তা করবে যারা ফেসবুক অ্যাপ এর চেয়ে ম্যাসেঞ্জার বেশি ব্যবহার করেন যোগাযোগ এর ক্ষেত্রে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।