টিউটোরিয়াল

বুটেবল পেনড্রাইভ তৈরী (ভিডিও টিউটোরিয়াল)

সিডি ডিভিডি এর যুগ শেষ হয়ে ব্লুরে ডিস্ক বেরিয়েছিল ২০০৬ সালেই। কিন্তু সময়ের পরিবর্তনে কিংবা পরিস্থিতির চাহিদার কারনে ওই সব অপটিকাল ডিস্ক ষ্টোরেজ থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে পোর্টেবল ইনপুট আউটপুট ষ্টোরেজ ডিভাইসগুলো। তাই মানুষের এখন চাওয়া যে ছোট্ট ৩০-৩৫ মিলিমিটারের পেনড্রাইভ এ করে দুনিয়ার তথ্য সমেত ঘুরে বেড়াবে যখন যেখানে খুশি। দিনে দিনে তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলেই এত কিছু সম্ভব হচ্ছে।

সাধারনত সিডি ডিভিডিতে করে ওএস(অপারেটিং সিষ্টেম) সেটাপ দেওয়া সম্ভব হলেও আজকে টেকপ্রেমী লাকি এফএম এর মাধ্যমে দেখবো আরো সহজে কিভাবে পেনড্রাইভ দিয়ে সেটাপ দেবার জন্য সেই পেনড্রাইভকেই প্রস্তুত করা যায়….

বুটেবল পেনড্রাইভ তৈরী (ভিডিও টিউটোরিয়াল) 2

সচরাচর পেনড্রাইভকে বুটেবল করতে আমরা নানান ধরনের তুলস ইউজ করতে পারি। এই টিউটোরিয়ালটিতে ইউনিবার্সাল ইউএসবি ইনষ্টলার ইউজ করা হয়েছে। চলুন নিচে দেখে নিই এই পদ্ধতিতে কি কি প্রয়োজন পড়তে পারে

প্রয়োজনীয় টুলসসমূহঃ

১. আইএসও ক্রিয়েটর (আল্ট্রা আইএসও সফটওয়ার সিরিয়াল কি সহ / আইএমজিবার্ন )

২. বুটার টুলস ( ইউনিবার্সাল ইউএসবি ইনষ্টলার )

৩. ওপারেটিং সিষ্টেমের ডিস্কটি

 এবার ভিডিও টিউটোরিয়ালটি এমবেড করে দিচ্ছি ইউটিউব থেকেই, পরবর্তীতে প্রয়োজনবোধে এর টেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হব :)।

কেমন লাগল জানাতে ভূলবেন না যেন 🙂

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

One thought on “বুটেবল পেনড্রাইভ তৈরী (ভিডিও টিউটোরিয়াল)

  • অজ্ঞাতনামা কেউ একজন

    boro xp er system nei

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।