প্রোগ্রামিং

প্রোগ্রামিং শুরু করুন ‘অ’ থেকে

আমরা আমাদের ভাষা শেখার ক্ষেত্রে স্বরে-অ দিয়েই শুরু করেছিলাম। ছোট বেলায় পড়েছিলাম অ তে অজগর…! সেই অজগর দিয়েই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা শুরু করলেই ভালো হয়। আমি বলতে চাচ্ছি প্রোগ্রামিংটা শুরু করুন পাইথন প্রোগ্রামিং দিয়ে। আপনারা হয়তো জানেন Python মানে অজগর। তাই অ থেকে অজগর দিয়ে শুরু করুন। আচ্ছা সবাই বলে c দিয়ে শুরু করতে কিন্তু আমি বলছি পাইথন দিয়ে শুরু করতে…! কারণ কি?

zen-of-python-poster-a3
কারণটা একটু খেয়াল করে দেখুন-
সব প্রোগ্রামিং এ কিছু কমন ব্যাপার থাকে যেমন- বিভিন্ন প্রকার কন্ডিশন থেকে শুরু করে লুপ, ফাংশন ইত্যাদি।(এগুলো প্রোগ্রামিং শেখা শুরু করলে পাবেন)
যেহেতু সব প্রোগ্রামিং এ এই ব্যাপার গুলো কমন কিন্তু প্রোগ্রামিং এর পার্থক্যটা দেখা যায় এদের বিভিন্ন প্লাটফর্ম এবং কাজের দিক দিয়ে সেহেতু যেকোন একটা প্রগ্রামিং শিখলে বাকি কয়েকটা প্রোগ্রামিং শিখতে অতো বেশি সময় লাগবে না। তাহলে এখন কোন প্রোগ্রামিং টা শিখবেন? যেটা সহজ তা দিয়েই তো শুরু করবেন কেননা তাই তো আমরা করে আসছি সে ছোটবেলা থেকে। তাহলে সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পাইথন দিয়েই শুরু করুন…
তারপর সি ধরুন দেখবেন সি যদি আগে শিখতে কিছুটা জটিল মনে হয়ে থাকে তাহলে এখন তা আর লাগছে না।

hukush_pakush2

এইবার আসি কোথা থেকে শিখবেন সে কথায়। পাইথন নিয়ে লেখা অনেক পিডিএফ থেকে শুরু করে অনেক ভালো সাইট পাবেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনি একেবারেই একজন শিশুবাচ্চা তাই আপনার জন্যে এই সহজ প্রোগ্রামিংটিও আরো অনেক সহজ করে শিখতে হবে। তাই আপনি একটি বাংলা সাইটে চলে যান যেখানে খুব কম কথায় বাংলায় পাইথনের ব্যাসিক ধারণা পাবেন এবং তার সাথে সেখানে বলা আছে কিভাবে আপনি সামনের দিকে এই প্রোগ্রামিং জগতে এগিয়ে যাবেন। আর সেই সাইটটি হলো- www.hukush-pakush.com
হা হা হা…
এড্রেসটি বেশ মজার না?
এই সাইটে গেলেই দেখবেন এই সাইটের এড্রেসের মতো মজা করেই কিভাবে প্রোগ্রামিং নিয়ে কথা বলা হয়েছে। আপনি যদি একজন স্কুল পড়ুয়া একজন হোন তাতেও আপনার প্রোগ্রামিংকে সহজ মনে হবে এই সাইটের লেখাগুলো পড়লে। তাই আর দেরি না করে ঘুরেয়াসুন হুকুশ-পাকুশ ডট কম থেকে…

সজীব

ভালবাসি পড়তে ও চেষ্টা করি লিখতে। লিখতে মাঝে মাঝে ইচ্ছে হয় বলে মানুষের গল্প শুনি, মানুষের সাথে কথা বলি, আড্ডা দেই... এভাবেই কিছু শিখি, সেভাবেই লিখি। এখানে আমার নিজের কৃতিত্ব নেই। সব আপনাদের, মানে আপনারা যারা কিনা আমার সাথে আড্ডা দেন তাদের...

One thought on “প্রোগ্রামিং শুরু করুন ‘অ’ থেকে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।