টিপস/ট্রিক্স

রিমুভ করুন আপনার গুগল-জিমেইল অ্যাকাউন্ট

how-to-delete-gmail-account

আমরা অকারনে অনেক সময় অনেক অ্যাকাউন্ট খুলি! প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে এক সময় কিছু ইমেইল অ্যাকাউন্ট পড়ে থাকে,যাদের কোনো দরকার নেই।যেগুলোর দরকার নেই সেগুলো ডিলেট করাটাই কি উচিত কাজ না?

চলুন দেখে নেই কিভাবে আপনার অতিরিক্ত বা অপ্রয়োজনীয় গুগল বা জিমেইল অ্যাকাউন্ট ডিলেট করবেনঃ

প্রথমে www.gmail.com এ ঢুকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

তারপর উপরে ডানদিকে Settings এ ক্লিক করুন সেখান থেকে My Account  এ ক্লিক করুন

 

1

Account preferences  নামক অপশনের নিচে দেখবেন Delete your account or service সেখানে ক্লিক করুন।  

2সবশেষে Remove Gmail permanently তে ক্লিক করে আপনার Gmail অ্যাকাউন্টটি মুছে ফেলুন।

সব কিছু ঠিক থাকলে গুগল আপনার অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করবে। এওবং তিনমাস সময় নিবে সব জায়গা থেকে অ্যকাউন্টটির তথ্য মুছে ফেলার। এই সময়ে যদি আপনি রিকভার করতে চান তাহলে আপনি করতে পারবেন।

এমন আরো অনেক কিছু জানার জন্য সাথে থাকুন টেকমাস্টারের । 

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।