অ্যান্ড্রয়েড এপ্লিকেশন/গেমস রিভিউ

চমকেই ইংরেজী শেখাবে হ্যালো ইংলিশ

বাংলা ভাষাভাষী দের জন্য ইংরেজী একটা বড় বাধা, অনেক সময় মহা আতঙ্কের নাম। কিন্তু স্মার্টফোন ব্যাবহারকারীরা স্মার্টলি শিখতে পারেন ইংরেজী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন টেকপ্রেমী হাসিব।

জি হ্যা। এক চমকেই।
আজকে রিভিউ দিচ্ছি একটি চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর।
নাম- হ্যালো ইংলিশ (Hello English)
সাইজ – ১০.২৮ মেগাবাইট।wpid-unnamed-22.png

অ্যাপ টি ইন্ডিয়ান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার কোম্পানি Intap Labs এর তৈরি ।
অসাধারন কিছু ফিচার দিয়ে সাজানো হয়েছে অ্যাপ টিকে। যেমন ধরুন-

১। ৩৫০ টি নিয়মিত ইংলিশ লেসন এবং প্রতিদিন অতিরিক্ত ২ টি লেসন।

২। পড়তে পড়তে কে না বোর হয় ? হোক না একটু খেলাধুলা ।প্রতি লেসন এর মাঝে মাঝে কিছু ট্যাস্ক থাকবে।

৩। শুধু লিখলে ই হবে না। কথা বলা ও শিখতে হবে ইংলিশ এ। যার ও সম্পুর্ন ব্যাবস্থা আছে অ্যাপ টিতে।

৪। প্রতিদিনের আন্তর্জাতিক খবারাখবর নিয়ে কুইজ।

৫। অন্যতম ভাল যে ফিচার টি রয়েছে কিছু শিক্ষক রয়েছে যাদের সাথে সরাসরি কথা বলা সহ সাহায্য পাওয়া যাবে চর্চায়।

৬। অতিরিক্ত আকর্ষন হিসেবে রয়েছে নিয়মিত আপডেট সহ ডিকশনারি।

ইত্যাদি।

ধরতে গেলে , একা ই একশ বলা যায় এই একটি অ্যাপ টি তে । যারা ইংলিশ জ্ঞান বৃদ্ধি করতে চান, তাদের জন্য খুব ভাল একটা অ্যাপ।
চেস্টা করে দেখতে পারেন।ভাল লাগবে আশা করি………।।সাথে থাকুন Techmaster এর…………

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।