উইন্ডোজটিপস/ট্রিক্স

উইন্ডোজ এর ড্রাইভার সমস্যার হবেই সমাধান

্ীগনাী

নিজের পিসির সবগুলো ড্রাইভার ই সবসময় আপডেট রাখা উচিত। নিরাপত্তা-নতুন ফিচার-সর্বোচ্চ সুবিধার জন্য সবসময় ডাইভার গুলোকে সর্বশেষ ভার্সনে রাখা প্রয়োজন। কিন্তু ড্রাইভার খুজতে গেলে কি করবেন? প্রত্যেক ড্রাইভারের জন্য আলাদা আলদা ভাবে গুগল সার্চ করবেন? নাকি Driver easy এর মতোন পেইড অ্যাপস গুলো টাকা দিয়ে কিনবেন? কিংবা ধরুন নতুন ভাবে পিসি সেটাপ দিলেন কিন্তু ড্রাইভার সিডি খুজে পাচ্ছেন না কি করবেন তখন? সেই সলিউশন নিয়েই আজ আপনাদের সাথে আছি আমি উদয়

ড্রাইভার খুজা ও ডাউনলোড করাটা বেশ ঝক্কিঝামেলার কাজ। সাধারনত আমরা সেটা কোনো সফটওয়্যার দিয়ে করাতেই পছন্দ করি। সফটওয়্যার নিজে লেটেস্ট ভার্সন গুলো খুজে ডাউনলোড করে ইন্সটল করে নেয়। এমন অনেক সফটওয়্যার আছে। কিন্তু আজ আমি যে সফটওয়্যার এর সাথে আপনাদের পরিচয় করাবো সেটা হলো  DriverPack Solution   

DriverPack Solution:  এই লিংকে গেলে আপনি পাবেন দুই ধরনের সুবিধা। একটি হলো মাত্র দুই এম্বির DriverPack Online। যেটা ইন্সটলের মাধ্যমে আপনি সহজেই আপনার পিসির সব ড্রাইভার অনলাইনের মাধ্যমে আপডেট করে রাখতে পারবেন। এই সফটওয়্যার লেটেস্ট ড্রাইভার খুজে আপনার পিসিতে ইন্সটল করে দিবে। দ্বিতীয় সুবিধা হলো DriverPack Full। এখানে আপনি সব ধরনের ড্রাইভার পাবেন পুরো একটি  ISO ফাইলে যার সাইজ প্রায় ১১ জিবি এবং সেটা ইন্টারনেট ছাড়াও কাজ করবে।

DriverPack Solution online: 

চলুন দেখি কিভাবে ড্রাইভার প্যাক সলিউশন অনলাইন ব্যবহার করবেন।

প্রথমেই লাইট ভার্সন টি নামিয়ে নিন এখান থেকে । তারপর ইন্সটল করুন । ইন্সটলের পর আপনাকে দুটি অপশন দিবে একটি হলো install automaticly আরেকটি হলো expert mode । আমি বলবো

expert mode এ ই করার জন্য। এর জন্য আপনাকে খুব বেসি এক্সপার্ট মোটেও হওয়া লাগবেনা।

16maineng

 

এরপর আগে সফটওয়্যার এ ঢুকুন এবং যেগুলো লাগবেনা সেগুলো আনমার্ক করে দিন। 16softeng এবার ড্রাইভারস এ ঢুকুন তারপর একটা একটা করে ইন্সটল করুন। চাইলে সবগুলো একসাথেও করতে পারেন। তবে একটা একটা করে করাই বেস্ট ।

16setupeng

 

 

Driver pack ফুল ডাউনলোড করলে সেটাও মোটামোটি সোজা ই । iso ফাইল কে power iso বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে মাউন্ট করে খুব সহজেই প্রয়োজনীয় ড্রাইভার গুলো ইন্সটল করতে পারবেন।

আজ এটুকুই কোনো সমস্যা হলে কমেন্ট করুন,যতটুকু পারি সাহায্য করবো। সাথে থাকুন টেকমাস্টারের 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।