টেক-ফান

বিশ্বের সর্বোচ্চ মূল্যের / দামি সেলফি

স্মার্টফোন দুনিয়ার স্বাধের মোবাইল ফোনটি দিয়ে সেলফিবাজদের সবচেয়ে বেশি করা কাজের মধ্যে সেলফি তোলাটা শীর্ষে। এর মাঝে অনেকেই ফেসবুকে শেয়ার করে লাইক পাবার মনোবাষনা তো থাকেই। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামি সেলফি কোনটি? কিংবা কত দাম তার?বিশ্বের সবচেয়ে দামি সেলফি

 

 

এই সেলফিটির দাম ১৪৩ বিলিয়ন ডলার! মানে, ভারতীয় মুদ্রায় এর দাম হল, ৯৫০ কোটি টাকা! ভাবছেন হয়তো কে ছিলেন সেই সেলফিতে? ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ওয়ারেন বাফেট এবাং তাঁর পার্টনার শার্লি মুঙ্গের। আর ওই সেলফিটাতে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, তিনি হলেন বেকি কুইক। তিনি সিএনবিসির অ্যাঙ্কর। ওই চ্যানেলের একটি শোতে এই সেলফিটি তোলা হয়েছিল। এবার বুঝছেন, বিল গেটসদের মতো চারজনকে যদি একই ছবিতে দেখতে পান, তাঁর দাম তো ৯৫০ কোটি টাকা হবেই। তাই না?

তথ্য সূত্রঃ কালের্কন্ঠ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।