সর্বশেষ টেক নিউজ

ইন্টারনেট বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ ৩ ঘন্টার জন্য

সাবমেরিন কেবলের মেরামতের জন্য সারাদেশে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তিন ঘণ্টা ইন্টারনেট থাকবে না।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,

“সিঙ্গাপুর থেকে ৬০ কিলোমিটার দূরে এক মাস আগে কাটা পড়া সাবমেরিন কেবলের মেরামতের জন্য ইন্টারনেটে এই সাময়িক বিঘ্ন ঘটবে।”

ইন্টারনেট বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ ৩ ঘন্টার জন্য 2

রাত ১টা থেকে শুরু হয়ে ৪টার মধ্যে মেরামত কাজ শেষ হওয়ার আশা করছেন মনোয়ার হোসেন।

তিনি বলেন,

“আগেরবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হলেও ইতালি থেকে ব্যান্ডউইথ পাওয়ায় মোটামুটি স্বাভাবিক ছিল ইন্টারনেট।”

গত ৬ জুন সিঙ্গাপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সাবমেরিন কেবলের ইস্ট সেগমেন্ট বিচ্ছিন্ন হয়েছিল।

এদিকে দেশের ওয়াইম্যাক্স কোম্পানিগুলো ও অফিশিয়ালি জানিয়েছে এই বিচ্ছিন্নতার কথা।

এক বিবৃতিতে কিউবি জানায়,

Dear User, we regret to inform you that there will be no INTERNET connectivity all over Bangladesh past midnight tonight for four hours (from 1 AM till 5 AM, 18 July 2012) due to maintenance work at Bangladesh Submarine Cable Company end.

বাংলা লায়ন জানায়

কক্সবাজারে ল্যান্ডিং স্টেশনের রি-কনফিগারেশন কাজের জন্য আজ দিবাগত রাত (১৮ তারিখ রাত) ১টা থেকে প্রায় ৪ ঘণ্টা সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ কারণে বাংলালায়ন গ্রাহকরাও এ সময় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকবেন।

বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়ায় বিকল্প ব্যবস্থা থাকায় তাদের তেমন কোনো সমস্যা হয় না।

বাংলাদেশ ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল।

এই সাবমেরিন কেবল সংযোগ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা হয়ে ভারতের মুম্বাই পর্যন্ত বিস্তৃত।

তথ্য সহয়তা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।