অ্যান্ড্রয়েডমোবাইল-ম্যানিয়া

স্কীন টোনড ইমোজি এখন অ্যান্ডয়েডে

গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েডে অনেক দিন ধরেই চলছে পুরানো ইমোজি। কিন্তু নতুন অপারেটিং সিস্টেম অ্যন্ড্রয়েড এন এ নতুন ভাবে যোগ হচ্ছে স্কীন টোনড ইমোজি। যা নতুন ভাব আনবে। এর আগে অ্যন্ড্রয়েডে শুধুমাত্র হলুদ রঙের কিছু ইমোজি রেখেছিলো গুগল যা চলছিলো অনেকটা সময় ধরে। এবার ওই ইমোজির পাশাপাশি যোগ হচ্ছে স্কীন টোনড ইমোজি। তাছাড়া অ্যন্ড্রয়েড এন ইউনিকোড-৯ ইমোজিকেও সাপোর্ট করবে।

emoji

অনেকদিন ধরেই প্রত্যাশা ছিলো নতুন এই ইমোজি আপডেটের।কারন হোয়াটস অ্যাপ কিংবা অ্যপলের দিকে তাকালে দেখা যায় ইমোজির দিক দিয়ে অনেক টা ব্যাকডেটেড ই গুগলের অ্যন্ড্রয়েড। গুগলের এই নতুন ইমজি আপডেট ব্যবহার কারী দের মধ্যে ইমোজি ব্যবহারে নতুন আগ্রহ তৈ করবে বলে ধারনা করা হচ্ছে, সম্প্রতি অ্যন্ড্রয়েড এন এর সাথে নতুন ইমোজির ও বেটা ভার্সন বের হয়েছে।

 

 

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।