ডাউনলোডসফটওয়্যার

একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার)

বিভিন্ন মিডিয়া ফাইল নানা সময় নানাভাবে আমাদের কনভার্ট করতে হয়, সেটা হয়তো কখন পিসির জন্য কখন মোবাইলের জন্য কখনোবা এম্পিথ্রি এর জন্য…আর এই সব কিছুই যদি একটি কনভার্টার দ্বারা সুস্মপন্ন করা যায় তাহলে কেমন হয় ?? আজকে তেমন একটি কনভার্টার নিয়েই চলুন বিস্তর আলোচনা করা যাক।

টেকমাষ্টার ব্লগে এটি আমার দিত্বীয় পোস্ট। আমি টেকমাস্টার ব্লগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

নিজস্ব ‍স্বকীয়তায় আর বৈশিষ্ঠে এগিয়ে যাবে এটি আমার প্রত্যাশা।

যাক এবার কাজের কথায় আসি।

আমরা আমাদের প্রয়োজনে নানা রকম ভিডিওকে মোবাইলে কনভার্ট করতে হয়।

এজন্য পড়তে হয় নানা রকম ঝামেলায়।এই ভিডিও কনভার্ট হয়ত  ঐটা হয়না আবার ঐটা হয়ত এইটা হয়না।

এছাড়াও আছে লাইসেন্স জনিত নানারকম সমস্যা।কিন্তু আমি আজ আপনাদের যে কনভার্টরের কথা বলব তা

কিন্তু শুধু মোবাইলের জন্য নয়।সকল ধরনের ফরম্যাটের ওস্তাদ।তারপরে আবার ফ্রিওয়্যার সফটওয়্যার।

এযেন মেঘ না চাইতেই বৃষ্টি।আমি নিচে ‍স্ক্রীন শর্টের মাধ্যমে কিভাবে কনভার্ট করতে হবে তা দেখিয়ে দিচ্ছি।

 

1. ‍প্রথমে সফ্টওয়্যারটি খুলন।

একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার) 2

 

2.স্টেপ।

একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার) 3

 

3.স্টেপ।

একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার) 4

 

4.স্টেপ।

একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার) 5

 

ডাউনলোড করুন।

একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার) 6

http://www.formatoz.com/

ভালো কিংবা খারাপ যাই হোক না কেন মন্তব্য করতে ভুলবেন না যেন।

2 thoughts on “একের ভিতর সব ফরমেট কনভার্টার(মাস্টার ও পেশাদার)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।