ব্যবসায়িদের ৭ দফা আল্টিমেটাম
রিচার্জ কমিশন বাড়ানো এবং মোবাইল ব্যাংকিং হয়রানি বন্ধে মোবাইল ফোন রিচার্জ সংগঠন ‘বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন” সাত দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে।
সাত দিনের ভিতর মোবাইল ফোন অপারেটর ও মোবাইল ব্যাংকিং বিকাশ কোনো সাড়া না দিলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।
তাদের এই সাত দফা দাবিতে রয়েছে,
- ১. প্রতি হাজারে মোবাইল রিচার্জে কমিশন বারিয়ে ১০০ টাকা করতে হবে।
- ২. শুধুমাত্র মোবাইল ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট দোকানেই রিচার্জ সিম প্রদান করতে হবে।
- ৩. রিচার্জ সিমে কোম্পানি কতৃক বাধ্যতামূলক ব্যালেন্স রাখার নিয়ম প্রত্যাহার করতে হবে।
- ৪. যত দ্রুত সম্ভব সিম রিপ্লেসমেন্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদের ক্ষতিপূরণ দিতে হবে।
- ৫. যদি কোনো ভাবে এজেন্ট অর্থ আত্মসাৎ হয় তাহলে যত দ্রুত সম্ভব অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা করতে হবে।
- ৬. এজেন্ট সিমগুলো কোম্পানিকতৃক বিমার আয়ত্তায় আনতে হবে। যাতে কোন আর্থিক দুর্ঘটনা ঘটলে এজেন্টরা দ্রুত ক্ষতিপূরণ পায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া জানান সময়মত তাদের দাবি না মানলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন।
তবে এ বছরের ৩জানুয়ারী সংগঠনটি মোবাইল ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং বিকাশের মাধ্যমে লেনদেনের জন্য একটি নিতিমালা প্রনয়নের দাবি জানিয়েছিলেন। তখনও সংগঠনটি বিভিন্ন বিষয়ে সাত দফা দাবি প্রনয়ন করেছিল।