পর্ন সাইট বন্ধের অঙ্গীকার টেলি যোগাযোগ প্রতিমন্ত্রীর
আপা, পর্নগ্রাফি সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইট বন্ধ করাটাও জরুরি। যুব সমাজকে পর্নগ্রাফির ছোঁবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।
এমন প্রশ্নের উত্তরে টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, এ সপ্তাহেই বন্ধ হতে যাচ্ছে সকল পর্ণসাইট।
এক প্রতিবেদনে তারানা হালিম এর ফেসবুক পেইজ এ জানানো হয়, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। যেখানে গত ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ।
গতবছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার মানুষ ইন্টারনেট সেবা কিনতেন। এই হিসেবে দেশে ইন্টারনেট গ্রাহক বাড়ছে প্রায় ৩৮ শতাংশ।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশের জনগণের দৌড়গোঁড়ায় ইন্টারনেট সেবা পৌঁছিয়ে দেওয়ার জন্য দিন-রাত কাজ চলছে এবং ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি এই পরিশ্রমেরই প্রতিফলন, এমনটা জানান তারানা হালিম