গুগল ক্রোম এক্সটেনশনের নতুন রুলস
গুগল ক্রোম ব্রাউজারের একটি বিশেষ সুবিধা হচ্ছে ক্রোম এক্সটেনশন। ব্যবহারকারীদের বিশেষ সুবিধা ও সহজে অনেক লেন্দি কাজ করে দিতে সক্ষম এক্সটেনশন, কিন্তু তারই সাথে রয়েছে ব্যবহারকারীদের অজান্তেই তাদের তথ্য চুরির ঝুঁকি ও স্পাইং।
প্রাইভেসির এই সমস্যার সমাধান নিয়ে হাজির এবার গুগল, ব্রাউজারের এক্সটেনশনে এবার তারা যুক্ত করছে নতুন পলিসি।
গুগল তাদের গবেষণায় দেখেছে ক্রোম ব্যবহারকারীদের মধ্যে ৪০ ভাগ ব্যবহারকারীই কোন না কোন এক্সটেনশন ব্যবহার করছে। কিন্তু এসকল এক্সটেনশনের বেশিরভাগ এক্সটেনশনই ব্যবহারকারীকে কোন প্রকার নোটিফাই না করেই তাদের তথ্য চুরি করছে। তাছাড়াও বিভিন্ন অ্যাডওয়্যার কোম্পানি ম্যালওয়্যার ও অ্যাডস ইঞ্জেক্ত করার জন্য ক্রয় করছে ক্রোম এক্সটেনশন।
সমস্যা সমধানে গুগল তাদের এক্সটেনশন ওয়েব স্টোরে এক্সটেনশন যোগের পূর্বে তাদের দেওয়া নতুন প্রাইভেসি নীতি অনুসরণ করতে হবে এবং পুরাতন এক্সটেনশন ডেভেলপারদের জন্যও একই শর্ত প্রযোজ্য হবে। নতুন এই ইউজার ডেটা পলিসিতে যে সকল অ্যাপ ডেভেলপাররা ক্রোম ওয়েব স্টোরের সাহায্যে তাদের অ্যাপ বাজারজাত করছে তাদেরকে ইউজারের ডেটা ব্যবহার করার পূর্বে আরও স্বচ্ছতার পরিচয় দিতে অনুরোধ করেছে গুগল।