রবি ‘র ফ্রী ওয়াইফাই
যাতায়াতের অন্যতম বাহন বাস কিংবা ট্যাক্সি। কিন্তু ঢাকার এই দুর্বিষহ জ্যাম বিরক্তের বাধ ভেঙ্গে দেয়। এবার আমাদের জন্য মোবাইল অপারেটিং রবি দিচ্ছে একটি দারুন সুখবর। সারাদেশে দ্রুত গতির ওয়াইফাই ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েছে এই টেলিকম অপারেটরটি। যার অংশ হিসেবে গতকাল ১০০ বাস ও ১০০ ট্যাক্সিতে ওয়াইফাই সংযোগ দিয়েছে তারা। মঙ্গলবার সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
তরুণদের জন্য সুখর। ৬মাসের মধ্যেই ৫০০টি রেস্তরা-ক্যাফে, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং ৩৫০ টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াইফাই সেবা প্রদান করবে মোবাইল অপারেটর রবি। যেসব রবি গ্রাহক কমপক্ষে এক গিগাবাইট মোবাইল ইন্টারনেট প্যাক কিনেছেন তারা এই ওয়াইফাই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
রবির সাথে রাজধানির একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়াইফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকসেসটেল ও কিউবির সঙ্গে চুক্তি করেছে রবি। বাস ও ট্রেনে ওয়াইফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেস’র সঙ্গে।
অনুস্থানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ প্রমুখ।