ছবিঘর

নাইকন ক্যামেরা কিনার জন্য কি করবো?

বাংলাদেশের ক্যামেরার দোকানদাররা নিকন ক্যামেরার সাথে সব সবময় নিজেদের বানানো ওয়ারেন্টি কার্ড দিয়ে থাকেন।
অথচ সারা বিশ্বে নিকন তাদের নিজেদের অয়ারেন্টি কার্ড ব্যাবহার করে থাকে।
বিশ্বের যে দেশ হতেই নিকন ক্যামেরা কেনেন না কেন আপনি তার সাথে নিকন- এর অরিজিনাল অয়ারেন্টি কার্ড পাবেন।

নাইকন ক্যামেরা কিনার জন্য কি করবো
শুধু মাত্র আমাদের দেশে এর ব্যাতিক্রম।
নকল ক্যামেরা, ইউজ ক্যামেরা, ফ্যাক্টরি ফল্টি ক্যামেরার সাথে কোন নিকন- এর ওরিজিনাল অয়ারেন্টি কার্ড থাকে না।
আমাদের দেশের ক্রেতাদের অসাবধানতার কারনে এই সব আসাধু দোকানদাররা সহজেই নকল ক্যামেরা, ইউজ ক্যামেরা, ফ্যাক্টরি ফল্টি ক্যামেরা সহজেই নতুন বলে চালিয়ে দিচ্ছেন আর কাস্টমারদের ঠকিয়ে যাচ্ছেন।
আর কাস্টমাররাও কম দামে পাচ্ছেন আর এদের মন ভোলান কথায় বিশ্বাস করে ঠকছেন।
অ্যামাজন বিশ্বে সবচেয়ে কমদামে ক্যামেরা সেল করে থাকে। ওরা ব্রান্ড নিউ, ইউজড, রিফারবিশ ক্যামেরা আলাদা আলাদা দামে সেল করে থাকে। কারন ওদের কাছে সততা অনেক বড় বিষয়।
আমাদের দেশে অ্যামাজন হতেও কম দামে প্রোডাক্ট সেল করে। অসৎ না হলে দুই নম্বরি না করলে যা কোন ভাবেই সম্ভব না।
প্রতিদিন ঢাকা শহরে গরুর পাশাপাশি সমপরিমাণ মহিষ আসলেও বাজারে সবই গরুর মাংস বলেই সেল হয়। আমরা সাধারণরা বিক্রেতার কথায় বিশ্বাস করে মহিষের মাংসকে গরুর মাংস বলেই কিনছি। কোন দোকানে কি দেখেছেন মহিষের মাংস বিক্রয় করতে।

ক্যামেরা মার্কেটটাও তাই হয়ে গিয়েছে।
সহজেই আপনার সাথে প্রতারণা করা যাচ্ছে।
তাই কেনার সময় দেখে শুনে বুঝে কিনুন।

#Collected 943928_970012699748101_8860105599940800240_n

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।