বিশ্বজুড়ে ফেসবুকের গ্রুপ কলিং চালু
এখন থেকে আইওস,অ্যান্ড্রয়েড এর মেসেঞ্জারের সর্বশেষ ভার্সন ব্যাবহারকারীরা পাবেন গ্রুপ কলিং এর সুবিধা। ফেসবুকের ভয়েস কল ফিচার চালুর পর অনেক জনপ্রিয়তা পায়…তারই ধারাবাহিকতা রক্ষায় ফেসবুক চালু করছে গ্রুপ চ্যাটের ফিচার।
এখন থেকে যে কেউ ই গ্রুপ VoIP (voice over internet protocol) অডিও কল চালু করতে পারবেন। এরজন্য শুধু কল বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে কে কে থাকবেন আওনার চ্যাটে এবং কে কে না। কল করার সময় অ্যাপ থেকে সংক্রিয় ভাবে কল চলে যাবে নির্দিষ্ট করা সব ব্যবহারকারীর কাছে । এর মাধ্যমে এখন অনেক কাজ ই করা আরো সহজ হবে। টিম ওয়ার্কে এই প্রযুক্তি বেশি সফলতা দিবে বলে ধারনা করা যায়।
তবে নতুন ফিচার হলেও বেশ ভালো কাজে দিচ্ছে বলে জানা যায়। চার জনের গ্রুপ চ্যাটে বেশ ভালো ফলাফল পেয়েছেন ব্যাবহারকারীরা। যদিও একটি গ্রুপ চ্যাটে সাধারনত ৫০জন পর্যন্ত অ্যাড করা যায় তবে মনে হয়না কেউ ৫০জন নিয়ে একটি গ্রুপ চ্যাটে কথা বলতে চাইবেন !
আরো আশার কতাহ হচ্ছে ফেসবুক গ্রুপ ভিডিও নিয়ে কাজ করছে আশা করা যায় খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে গ্রুপ ভিডিও ও করা সম্ভব হবে।