মাইক্রোসফট-গুগলের ঝগড়া শেষ!
মাইক্রোফট আর গুগল হলো দুই ঝগড়াটে কম্পানি, পুরো বিশ্বের টেকনোলজিতে যাদের ভূমিকার কোনো কমতি নেই। নানান সময়ে নানা জিনিস নিয়ে একে অপরের উপর মামলা-মোকাদ্দমার ইতিহাসের কোনো কমতি নেই এই দুই কম্পানির। তবে ঝগড়ার উনুনে জল ঢাললো এবার দুই কম্পানিই।
সম্প্রতি মাইক্রোসফট এবং গুগলের মাঝে হওয়া এক চুক্তিতে দুই কম্পানি ই নিজেদের বিবাদ নিজেদের মাঝে মিটিয়ে নিয়ে গ্রাহক এবং সেবার দিকে জোর দিবে বলে জানায়।
রিকোডের এক স্টেটমেন্টে রিকোড জানায় গুগল এবং মাইক্রোসফট দুই কম্পানি ই নিজদের মধ্যকার প্রতিযোগিতা প্রোডাক্ট,সেবার মাধ্যমে চালিয়ে যেতে চায়, আইনি লড়াইয়ের মাধ্যমে সময় নষ্ট করে নয়।
গুগল রিকোডকে দেওয়া স্টেটমেন্টে জানায়,
“আমাদের কম্পানিগুলো জোরালোভাবে প্রতিযোগিতা করতে সক্ষম,এবং আমরাও চাই যাতে আমরা প্রোডাক্টের মাধ্যমে প্রতিদ্বন্দিতা করি,আইনী লড়াইয়ের মাধ্যমে নয়।”
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয় মাইক্রোসফট গুগলের বিরুদ্ধে করা অভিযোগ গুলো তুলে নিবে।
আমরা আমাদের ব্যবসা এবং গ্রাহকদের উপর এখন ফোকাস করবো এবং প্রতিযোগিতা চালিয়ে যাবো”
তবে এটাই প্রথম নয় এর আগেও একবার গুগল এবং মাইক্রোসফট নিজেদের মধ্যকার আইনি লড়াই আলোচনার মাধ্যমে মিটিয়ে নেয় ।