সোশ্যাল মিডিয়া

ফেইসবুকের শীর্ষ ঘটনাসমূহ

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেইসবুক শীর্ষে তা আর বলার বাকি রাখেনা। তরুণ্যদের মধ্যে এর ঝোঁকটা একটু বেশিই থাকে। ডর্ম রুম থেকে শুরু করে এই শীর্ষ মাধ্যমটির আয়ের মুখ দেখতে শময় লেগেছে প্রায় ৬বছর। তারপর আর পিছনে তাকাতে হয়নি ফেসবুককে। ফেসবুক এখন এততাই জনপ্রিয় যে এর ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চলুন আজ আমরা দেখে নেই ফেইসবুকের বছরওয়ারি সেরা ঘটনাগুলোঃ

২০০৪ঃ  হার্ভার্ডের ডর্ম রুম থেকে ফেইসবুক প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবার্গ।

২০০৫ঃ  কমপিট ডটকম ফেইসবুককে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া                     হিসেবে বিবেচিত করেন।

images

২০০৬ঃ  কমপক্ষে ১৩বছর বয়সীদের ব্যবহার করতে অনুমতি দেওয়া হয় এবং নিউজ ফিড চালু করা হয়।

২০০৭ঃ  মাইক্রোসফটের কাছে ২৪০ মিলিয়ন ডলারের বিনিময়ে ১.৬ শতাংশ শেয়ার বিক্রি করে ফেইসবুক।

২০০৮ঃ  চার বছরেই ১০ কয়টি গ্রাহকের মাইলফলকে পৌছায় ফেইসবুক।

২০০৯ঃ  ফেইসবুক আরো জনপ্রিয় করতে লাইক বাটন চালু।

২০১০ঃ  সফলভাবে লাভের মুখ দেখে যোগাযোগ মাধ্যমটি।

২০১১ঃ  ইনস্টাগ্রামকে ১ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়।

২০১২ঃ  ১০০ কোটির গ্রাহক অতিক্রম করে মাধ্যমটি।

২০১৩ঃ  ফেইসবুক ফোন চালু করার পরিকল্পনা করা হয়।

২০১৪ঃ  জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ১৯ বিলিয়ন ডলারে।

২০১৫ঃ  বিশ্বে ইন্টারনেটকে ছড়িয়ে দিতে ইন্টারনেট ডট অর্গ কার্যক্রম শুরু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।