উইন্ডোজ ১০ শর্টকাট লিস্ট
উইন্ডোজ ১০ মাইক্রোসফটের সবচেয়ে আপডেটেড অপারেটিং সিস্টেম। আকর্ষনীয় নতুন ফিচার সম্বলিত ও অন্য সব উইন্ডোজ ভার্সন থেকে অনেকটা উন্নত এই ওএস এর নানা কাজে আমরা উইন্ডোজে শর্টকাট খুজি যাতে কাজ আরো সহজে কম সময়ে করা যায়। কোনো কোনো সময় আলসেমির কারনেও আমরা খুজি শর্টকাট। চলুন দেখে নেই উইন্ডোজ টেনের কিছু চমৎকার শর্টকাট।
- Windows Key + Left – আপনার তৎক্ষণাৎ খুলে রাখা উইন্ডোটি আপনার স্ক্রীনের বামে চলে যাবে এবং ডান পাশে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন।
- Windows Key + Right –আপনার তৎক্ষণাৎ খুলে রাখা উইন্ডোটি আপনার স্ক্রীনের ডানে চলে যাবে এবং বাম পাশে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন।
- Windows Key + Up –এই শর্টকাটে আপনার উইন্ডোটি উঠে যাবে স্ক্রীনের উপরের দিকে। আপনি চাইলে নিচে তখন অন্য কোনো উইন্ডো দিয়ে কাজ করতে পারেন।
- Windows Key + Down – এই শর্টকাটে আপনার উইন্ডোটি নেমে যাবে স্ক্রীনের নিচের দিকে।আপনি চাইলে উপরে তখন অন্য কোনো উইন্ডো দিয়ে কাজ করতে পারেন।
- Windows Key + Tab – এই শর্টকাটে আপনি আপনার তৎক্ষণাৎ খুলে রাখা সব উইন্ডো দেখতে পারবেন।
- Alt + Tab – এটি আপনাকে এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে নিয়ে যাবে। মানে ধরুন আপনি একসাথে একটা ওয়ার্ড ফাইল লিখছেন অপর পাশে আপনি ক্রোমে ব্রাউজ করছেন। যদি আপনি ক্রোমে ব্রাউজ করার সময় Alt + Tab চাপ দেন তাহলে তা আপনাকে আবার ওয়ার্ড ফাইলে নিয়ে যাবে। এবং ওয়ার্ড ফাইলে থেকে চাইলেই আবার প্রেসের মাধ্যমে আপনি ব্রাউজারে ফিরে আসতে পারবেন। এতে সময় যেমন বাচে তেমনি মাউস ও ব্যাবহারের প্রয়োজন পড়েনা।
- Windows Key + Ctrl + D – আপনি এই শর্টকাট দিয়ে নতুন আরেকটি ডেস্কটপ ওপেন করতে পারবেন। এর মজা হলো হয়তো আপনি কোনো কাজ করছেন কিন্তু বাকিদের কাছ থেকে লুকোতে চাইছেন,তখন কেউ আসলেই কি প্রেস করে আপনি অন্য একটি খালি ডেস্কটপে চলে গেলেন। কেউ বুঝতেও পারবেনা।আপনি চাইলে এখানে কাজ ও করতে পারেন। যেভাবে খুশি।
- Windows Key + Ctrl + F4 – এটি নতুন ক্রিয়েট করা ভার্চুয়াল ডেস্কটপ রিমুভ করবে ।
- Windows Key + Ctrl + Left / Right – এই শর্টকাট দিয়ে আপনি সুইচ করতে পারবেন আপনার ভার্চুয়াল ডেস্কটপ ব্যাবহারের সময়। কাজের ক্ষেত্রে এটি আপনাকে অনেক সুবিধা দিবে।
ধন্যবাদ