টিপস/ট্রিক্স

কিভাবে বুঝবেন আপনার সিমটি নিবন্ধিত নাকি!

 

কিভাবে বুঝবেন আপনার সিমটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা? কারন ১৩ কোটি ৮ লাখ সিমের মধ্যে এখনো রেজিস্ট্রেশন হয়েছে প্রায় ৭কোটি ৩৩লাখ। কিন্তু প্রায় ৬২লাখ মানুষের নিবন্ধন হয়নি হাতের ছাপ না মেলায়,৩৫লাখ মানুষের সিম নিবন্ধন হয়নি পরিচয়পত্রের অভাবে,আরো অন্যান্য কারনে নিবন্ধিত হয়নি আরো ৮লাখা ২০হাজার সিম !

আপনি নিশ্চিত তো যে আপনার সিমটি সঠিকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে কিনা…? চলুন দেখে নেই কিভাবে শিওর হবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত কিনা।

গ্রামীনফোন -Grameen phone

গ্রামীণফোন.svg   Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন।

ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফিরতি মেসেজেই কনফারমেশন পাবেন।

 

বাংলালিংক -Banglalink

images
২) বাংললিংক নিবন্ধন যাচাইঃ বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।

রবি-Robi

unnamed

৩) রবি নিবন্ধন যাচাইঃ *643# লিখে কল বাটন চাপুন। একটি ক্ষুদে বার্তা আসবে, অনুসরণ করুন 1 লিখে send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফিরতি মেসেজেই কনফারমেশন পাবেন।

এয়ারটেল-Airtel

airtel-new-logo-ver
৪) এয়ারটেল নিবন্ধন যাচাইঃ *121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফিরতি মেসেজেই কনফারমেশন পাবেন।

 

 

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।