সর্বশেষ টপ টেক নিউজ
সর্বশেষ টপ টেক নিউজ টেকমাস্টারব্লগ এর একটি ভিন্ন টেকনোলজি নিউজ আপডেটঃ সর্বশেষ টেক নিউজগুলোঃ বায়োমেট্রিক সময় বৃদ্ধি, লাইফাই দুইবাইয়ে, আইএসপিএবি র প্রস্তাব, রুপটফ ক্লেমোফ্লেজ টাওয়ার, গার্লস ইন আইসিটি, অ্যাপল শেয়ারবাজার ধ্বস ইত্যাদি।
সিম নিবন্ধনের সময় বাড়ানো নিয়ে মুখ খুললেন তারানা হালিম
আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন সময় বাড়ানো হবে কিনা এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে ৩০শে এপ্রিল। এ বিষয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত সিম নিবন্ধনের অগ্রগতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’উল্লেখ্য এ পর্যন্ত মাত্র অর্ধেক সিম ই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
এবছরই দুবাইয়ে চালু হচ্ছে লাই-ফাই প্রযুক্তি
এবছরেই দুবাইয়ে চালু হচ্ছে লাইফাই প্রযুক্তি । ওয়াইফাইএর মতো বেতার তরঙ্গ ব্যবহার না করে লাইফাই আলোর মাধ্যমে ইন্টারনেট সুবিধা প্রদান করবে যা ওয়াইফাই এর থেকে ১০০ গুন বেশি কার্যকর। ইতিমধ্যে দুবাইয়ে এ নিয়ে প্রথম পর্যায়ের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, সব ঠিক থাকলে এ বছরই চালু হবে লাই ফাই প্রযুক্তি।
সরকারের কাছে আইএসপিএবির ১১ প্রস্তাব
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সরকারের কাছে ১১টি প্রস্তাব করেছে। যার মধ্যে রয়েছে ইন্টারনেট ডাটা থেকে ভ্যাট প্রত্যাহার, ইন্টারনেট মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার ব্যাটারিসহ সকল ইন্টারনেট সরঞ্জামের উপর ভ্যাট প্রত্যাহারের দাবি।
পালিত হলো গার্লস ইন আইসিটি দিবস
আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে “গার্লস ইন আইসিটি” দিবস। মেয়েদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তুলতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য দেশগুলো এ আয়োজন করে। বাংলাদেশে ২১শে এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম শেষ হবে ৩০শে এপ্রিল।বিস্তারিত জানা যাবে তাদের ওয়াবসাইট থেকে- http://girlsinict.bdosn.org/
অ্যাপলের শেয়ারবাজারে ধ্বস
টানা ১৩বছরে প্রথমবার অ্যাপেলের শেয়ারবাজারে নামলো ধ্বস। গতকাল প্রান্তিক আয়ের বিবরনী শেয়ার করার সময় গতবছরের তুলনায় ৮০০ কোটি ডলার কম আয়ের তথ্য জানায়। এবং এ খবরের কয়েক ঘন্টা পর ই ৪হাজার কোটি ডলার মানে আট শতাংশ মুল্য কমে যায় অ্যাপেলের শেয়ারের।
নিউক্লিয়ার প্ল্যান্টের কম্পিউটারে পাওয়া গেলো ভাইরাস!
জার্মান নিউক্লিয়ার প্ল্যান্টের কম্পিউটারে পাওয়া গেলো ভাইরাস! যদিও এখনো পর্যন্ত কোনো ক্ষতির সম্মুখীন তারা হননি। তবুও নিউক্লিয়ার প্ল্যান্টের মতোন সংবেদনশীল জায়গায় ভাইরাসের অস্তিত্ব পাওয়া আসলেও ভয়াবহ।এখনো নিরাপত্তা বিশেষজ্ঞরা খুজে বেড়াচ্ছেন যে ভাইরাস কিভাবে এলো,তবে ধারনা করা হভভহে ইউএসবি ডিভাইসের মাধ্যমেই ঢুকানো হয়েছে ভাইরাসটি।
আধুনিক প্রযুক্তির মোবাইল টাওয়ার হচ্ছে চট্রগ্রামে
দেশে প্রথম বসানো হচ্ছে রুপটফ ক্লেমোফ্লেজ টাওয়ার। এধরনের টাওয়ার পুরানো ধরনের টাওয়ার থেকে যেমন অনেক বেশি সৌন্দর্যমন্ডিত তেমনি অনেক বেশি স্থিতিস্থাপক ও। রুফটপ টাওয়ার ফাইবার গ্লাস রেইনফোর্সড প্রোডাক্ট থেকে তৈরী বলে অনেক হালকা আর অতিরিক্ত প্রেশার ও পড়েনা ভবনের উপর। এডটকো গ্রুপের নতুন উদ্ভাবিত এই টাওয়ার ইতোমধ্যে মালয়েশিয়ায় স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বোট ক্লাব ভবনের ওপর তৈরী হছে এর স্ট্রাকচার।