সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

শেয়ারহোল্ডার মামলায় ফেইসবুক

পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, এই ফেসবুকের বিরুদ্ধে মামলা করে বসেছেন প্রতিষ্ঠানটির এক শেয়ারহোল্ডার। গত বুধবার ফেসবুক কর্তৃক নতুন এক ক্লাস শেয়ার ক্লাশ-সি শেয়ারবাজারে ছাড়ার ঘোষণার পরপরই এক পুরাতন শেয়ারহোল্ডার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চ্যানসেরি কোর্টে এই মামলাটি দায়ের করেন। শুক্রবার দায়ের করা এই মামলার বাদী দাবি করেছেন, প্রতিষ্ঠানটির শেয়ারের সব অংশীদারের নিয়ন্ত্রণ ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের হাতে সমর্পণ করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি নীতি পরিপন্থি কাজ। তাই এমন পরিকল্পনা স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি মামলা দায়ের করেছেন তিনি।

ফেইসবুকফেসবুক চাইছে এমন এক ক্যাটাগরির শেয়ার বাজারে ছাড়তে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ঠিকই কিন্তু সেই শেয়ারের মালিকদের ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না। প্রতিটি ক্যাটাগরি-এ এবং ক্যাটাগরি-বি শেয়ারের জন্য ফেসবুক একজন অংশীদারকে দুটি ক্যাটাগরি-সি শেয়ার ইস্যু করবে। নতুন একটি প্রতীকে এই শেয়ারগুলো জনসমক্ষে কেনাবেচা করা যাবে।ফেইসবুক-সমর্থন-করে-অ্যাপলের-প্রাইভেসি-নীতিকে

মামলার নথিপত্রে আরও বলা হয়েছে, এর মাধ্যমে জাকারবার্গ চাইছেন এই ক্ষমতা ধরে রাখতে এবং এই কাজে কোটি কোটি ডলারের বীজ বপন করতে। সাধারনত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মালিক হয় শেয়ারহোল্ডাররাই কিন্তু নতুন এই ক্যাটাগরির ফলে মালিকানার সকল সুবিধা শুধু মার্ক জাকারবার্গই পেয়ে থাকবেন।
২০০৩ সালে টেক জায়ান্ট গুগলও একই ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছিল।

সূত্র- রয়টার্স

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।