গুগল কে বাদ দিবে কর্টানা
সম্প্রতি উইন্ডোজ ১০ এর কর্টানা তে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন বাদ দেওয়ার ঘোষনা দিলো মাইক্রোসফট। এখন থেকে কর্টানার সাহায্যে শুধু বিং সার্চ ইঞ্জিনে সার্চ করা যাবে, এর ফলে বাড়বে বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার অনেকটা। একই সাথে এখন থেকে কর্টানা সার্চ ইঞ্জিনে ব্যবহার করবে শুধু মাইক্রোসফট “এইজ”।
কর্টানার সার্চ ইঞ্জিনে শুধুমাত্র বিং ব্যবহারের দিকটি খুব একটা সুবিধাজনক হবেনা, যদিও বিং সার্চ ইঞ্জিনে সার্চের পরিমান বাড়বে তবুও হয়তো শুধুমাত্র একারনেই মুখ ফিরিয়ে নিবেন অনেক ব্যবহারকারী। কারন শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন ব্যবহারের দিকটী অনেকের পছন্দ নাও হতে পারে। তাছাড়া গুগল বিং এর চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। পাশাপাশি কর্টানার মাইক্রোসফট এইজের ব্যবহারের কারনেও হুমকির মুখে পড়োতে পারে কর্টানা, কারন ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহারকারীই নির্দিষ্ট কোন ব্রাউজার ব্যবহার করতে চান। আর তাছাড়া একেক ব্রাউজারের সুযোগ সুবিধা একেক রকম। সবাই মাইক্রোসফট এইজে স্বাচ্ছ্যন্দবোধ নাও করতে পারেন। কিন্তু এসব কোনটাই এখন ভাবছেনা মাইক্রোসফট। আপাতত কর্টানার মাধ্যমে নিজেদের ব্যবহারকারী বাড়ানোর দিকেই ভাবছে তারা। তবে এরই সাথে মাইক্রোসফট এইজে বেশ কিছু সুবিধা যোগ করছে।