১৪১০ এরও বেশি হ্যাকিং টুলস নিয়ে ব্ল্যাকআর্চ লিনাক্স
আজ উন্মুক্ত হল পৃথিবীর সবচেয়ে বেশি হ্যাকিং টুলস সংযোজিত লিনাক্স ডিসট্রো, যা পরিচিত ব্ল্যাকআর্চ লিনাক্স নামে। জনপ্রিয় অপারেটিং সিস্টেম আর্চ লিনাক্স কেউ কেউ ব্যবহার করেছেন আবার অনেকেই শুধু নামই শুনেছেন। বেশিরভাগই পাঠকই হয়তো আগে কখনো এই অপারেটিং সিস্টেমটির নাম শুনেননি। সংক্ষিপ্ত পরিচিতি হিসেবে বলছি আর্চ লিনাক্স বিখ্যাত লাইটওয়েট জেনারেল লিনাক্স ডিসট্রো। এই ডিসট্রোর উপরেই ভিত্তি করে সিকিউরিটি এক্সপার্ট এবং হ্যাকারদের জন্য তৈরি করা হয়েছে ব্ল্যাকআর্চ লিনাক্স। অনেক ফরেনসিক এবং পেনট্রেট টুলস সম্বলিত লিনাক্স ডিসট্রোটি ৩২ বিট এবং ৬৪ বিট দুই ধরনের হার্ডওয়্যার সিস্টেমেই চলতে সক্ষম।
সিকিউরিটি রিসার্চার এবং হ্যাকারদের জন্য এত পরিমাণ পেনট্রেট করার টুলস রাখা হয়েছে যে সব মিলিয়ে হিসাব করলে টুলসের সংখ্যা কড়ায়-গণ্ডায় দাঁড়ায় ১৪১০টি! অবাক হওয়ার কথা, অবাক হওয়ার মতই টুলস দেওয়া হয়েছে এতে, যদিও আমি নিজেই এখনও ডিসট্রোটি ইন্সটল করে দেখিনি তারপরেও অনুমান করতে পারছি আর্চ লিনাক্স যেমন অতি দ্রুত লিনাক্স ব্যবহারকারীদের নিকট সাড়া পেয়েছি তেমনি তাদেরই তৈরিকৃত প্রথম লিনাক্সভিত্তিক সিকিউরিটি সম্পর্কিত অপারেটিং সিস্টেম ব্ল্যাকআর্চ লিনাক্স শীঘ্রই সিকিউরিটি রিসার্চার ও হ্যাকারদের নিকট হয়ে উঠবে এক জ্বলন্ত হাতিয়ার হিসেবে।
অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে চলে যান ব্ল্যাকআর্চ লিনাক্সের অফিসিয়াল সাইটে।
এ গুলা বাংলাদেশ কেউ পারে না রে ভাই
দেশের কতদূর দেখেছেন তা জানা নেই, খোঁজ নিয়ে দেখেন সেরা ১০ হ্যাকিং ঘটনার মাঝে একটা ঘটিয়েছে বাংলাদেশি।