ব্যাকটেরিয়া শনাক্তকারী সেন্সর তৈরীকারক বাংলাদেশি
নতুন ইলেকট্রিক সেন্সর বানিয়ে বিশ্বে তাক লাগিয়ে দিলেন এক বাংলাদেশি বংশভুত।তার তৈরি করা অত্যাধুনিক এ সেন্সরটি অতি দ্রুত ব্যাকটেরিয়া সনাক্ত করতে সক্ষম। মার্কিন প্রফেসর মোহাম্মদ আশরাফুল আলম এ নতুন ইলেকট্রিক সেন্সরটি বানিয়েছেন, যা চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার কাজে দ্রুততার সাথে ব্যাকটেরিয়া শনাক্ত ও শেণিভুক্ত করতে পারে। গত সোমবার অনলাইন প্রকাশনা ‘আমেরিকান বাজার’ এই তথ্য জানিয়েছে।
আমেরিকার পার্দু ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর আশরাফুল আলম এই সেন্সর তৈরিতে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইদা ইব্রাহিমির সাথে কাজ করেন। চলতি সপ্তাহে গবেষণা পেপার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে এই সেন্সরটি সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রফেসর আশরাফুল আলমের তৈরি এ সেন্সর আধুনিক প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন আনতে সক্ষম হয়েছে।