কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার রিমাস্টারড এডিশন আসছে
যাদের ভিডিও গেম খেলার অভ্যাস আছে অথচ কল অফ ডিউটি সিরিজের গেমগুলো খেলেননি এমন লোক পাওয়া দুস্কর । ফার্স্ট পারসন শুটার জগতে আলোড়ন সৃষ্টিকারী এই সিরিজের চার নাম্বার ইন্সটলমেন্ট ছিল কল অফ ডিউটি ৪ মডার্ন ওয়ারফেয়ার। ইনফিনিটি ওয়ার্ড আর আক্টিভিসন ২০০৭ সালে মুক্তি দ্যায় এই গেমটি। জনপ্রিয় এই গেমটির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এইবছর নভেম্বরে গেমটির রিমাস্টারড এডিশন মুক্তি পাচ্ছে।
এই এডিশনে থাকছে পুরনো গেমটির নতুন করে করা গ্রাফিক্স এর কাজ। আধুনিক গ্রাফিক্স প্রযুক্তির সবই থাকছে এতে। তবে অফিশিয়াল তথ্য মতে গেম টি স্ট্যান্ড অ্যালোন হিসেবে রিলিজ পাচ্ছে না। এটি কল অগ ডিউটি সিরিজ এর নতুন গেম COD:Infinite Warfare এর সাথে সাথে। গেমটি পুনঃনির্মাণে কাজ করছে Activision ও Raven Software. তবে গেম টি প্রথম পর্যায়ে রিলিজ পাচ্ছে শুধুমাত্র Playstation 4 এবং XBox 1 এ।