উইন্ডোজ

উইন্ডোজ ৭ আপডেট এ মারাত্মক সমস্যা !

উইন্ডোজ ৭ আপডেট এ মারাত্মক সমস্যামাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ ৭। সেভেন এর জনপ্রিয়তার মুল কারন হল এর বহুল ব্যবহারকারী। কিন্তু কিছু দিন ধরেই উইন্ডোজ সেভেন এ বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। মূলত ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রে সেইফ বুট সাপোর্ট করতে পারছে না। ফলে কম্পিউটার চালু হতে অধিক সময় নিচ্ছে।


এ বছরের মার্চের থেকে উইন্ডোজ সেভেনে “অপশনাল’ থেকে কেবি৩১৩৩৯৭৭ আপডেট নাম্বারটি ‘রিকমান্ড’এ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে। যার ফলে এমন সমস্যা দেখা দিয়েছে। গত মাসে মাইক্রোসফট এই উদ্ভট নাম্বারটি যুক্ত করায় অনেক উইন্ডোজ সেভেন ব্যাবহারকারীর কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। যারা আসুসের মাদারবোর্ড ব্যাবহার করেন তারাই এই সমস্যাটি অধিক ভোগ করেন।

উইন্ডোজ ৭ আপডেট এ মারাত্মক সমস্যাকিন্তু মাইক্রোসফট ও আসুস কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে উইন্ডোজ সেভেন ব্যাবহারকারীদের আস্থা প্রদান করে বলেন বিষয়টি খুব বেশি গুরুতর না। উইন্ডোজের আপডেট সেন্টারে গিয়ে কেবি৩১৩৩৯৭৭ আপডেট নম্বরটি ডিলিট করে দিলেই সব ঠিক হয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।