ইনস্টাগ্রাম বাগ বাউন্টি তে ৮ লাখ টাকা পুরস্কার
১০ বছরের ইরানি বালক ফেসবুক কোম্পানির জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বাগ বা কোডিংয়ে ক্রুটি শনাক্ত করে পুরস্কার জিতে নিল ৮লাখ টাকা।
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর হলেও এত কম বয়সে ওই প্ল্যাটফর্মটি থেকে মন্তব্য মুছে ফেলার বাগটি খুঁজে পেয়েছে সে। পরে ফেসবুককে সে মেইল করে ওই বাগটির কথা জানায়। এর পাশাপাশি পরীক্ষামূলকভাবে ইনস্টাগ্রামের একটি বার্তা মুছে প্রমাণও দেখায়।
ফেইসবুক আইএনসি এর ‘বাগ বাউন্ডি’ প্রোগ্রামের আওতায় বাগ খুঁজে দেওয়ার পুরস্কার হিসেবে ৮লাখ টাকা ইয়ানিকে পুরস্কার দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
উল্লেখ্য ২০১১ সাল থেকে বাগ বাউন্টি কার্যক্রম চালু করে ফেসবুক। এই বাগ বাউন্টির আওতায় ২০১৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ২ হাজার ৪০০ বাগ খুঁজে দেওয়া মেইল পেয়েছে ফেসবুক। জার মধ্যে মোট ৮০০ জনকে ৪৩ লাখ মার্কিন ডলার পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।