হুমায়ন আহমেদ পরলোকবাসিঃ শ্রদ্ধাভরে কাঁদছে লক্ষ-কোটি ভক্ত
হুমায়ন আহমেদের বিচরন বাংলাদেশের আনাচে-কানাচে। কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগেই পরকালে পাড়ি জমালেন এই তুমুল জনপ্রিয় সাহিত্যিক। তার পরলোক গমনে তার লক্ষ-কোটি ভক্তদের যে রক্তক্ষরন হয়েছে তা বলার অবকাশ রাখেনা। আজকে সুধু সেই ভক্তদের ফেসবুকিয় ষ্ট্যাটাস দিয়েই সাজিয়েছি এই ব্লগপোষ্টটি।
তাহলে দেখুন এর বিস্তারিত এবং জানান আপনার অভিব্যাক্তিও…
সর্বমোট ৬৭ টি ষ্ট্যাটাস এর সংরক্ষন করেছিলাম যার সব গুলই দেখতে পারেন নিচ থেকেঃ
আমার স্ট্যাটাস কালেকশন হয়ত এখানেই শেষ; কিন্তু তিনি থেকে যাবেন সবার অন্তরের মধ্যে সব সময়ের জন্য…