লিনাক্স আনইন্সটল করবেন যেভাবে (ডুয়াল বুট অবস্থায়)
যেহেতু উইন্ডোজের নেশা ছাড়া সম্ভব নয় সেহেতু লিনাক্স এর ওএস ও উইন্ডোজ আপনি আমি ডুয়াল বুট করেই একসাথে দুটো ইন্সটল দিয়ে রেখেছি। বিভিন্ন টিউটোরিয়াল দেখে আশাকরি কিভাবে ডুয়াল বুট অবস্থায় লিনাক্স ওএস ইন্সটল দেয়া নিয়ে বেগ পেতে হয় নি। এখন ধরুন আপনি কোন কারণে এই লিনাক্স আপনার কম্পিউটার থেকে সরিয়ে ফেলতে চাচ্ছেন এবং শুধু উইন্ডোজ রাখতে চাচ্ছেন। এমন সময় আপনি নিশ্চয়ই Computer>>manage>>disc management এ গিয়ে লিনাক্সের ড্রাইভ ডিলিট করে দিবেন… ব্যাস কাজ শেষ…
কিন্তু এখন আপনি কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন তো উইন্ডোজ ওপেন হয় কিনা? হবে না। কারণ আপনি হয়তো ভুলে গেছেন যে আগে যখন আপনি কম্পিউটার ওপেন করতেন তখন একটি মেন্যু আসতো যা আপনার কাছে জানতে চাইতো যে, আপনি এখন কোন অপারেটিং সিস্টেম চালাবেন? আর সে মেন্যুকে বলা হয় গ্রাব মেন্যু (grub menu) এখন কথা হলো আপনি তো লিনাক্স ওএস মুছে দিয়েছেন কিন্তু এই লিনাক্সের এই একটি সম্পত্তি(grub) তো রেখে গেছেন যা কিনা এখন সমস্যার কারণ। যা আপনাকে এখন উইন্ডোজ তো চালাতে দিচ্ছেই না বরং কোন অপশনই দেখাচ্ছে না। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে, লিনাক্সের সেই ড্রাইভ মোছার আগে খুব বেশি প্রয়োজন ছিল গ্রাব মেন্যু মুছে ফেলা আর তাহলেই এত সমস্যায় পড়তে হতো না। আজ আসুন তাহলে দেখি নেই সেই গ্রাব মেন্যু কে কিভাবে গলা ধাক্কা দিয়ে সরাবেন… 😉
উইন্ডজের ডিস্ক ঢুকান এবং তা রান করান যেভাবে করে থাকেন উইন্ডোজ ইন্সটলেশনের সময়। শুনুন আমি কিন্তু সিডিটা শুধু রান করতে বলেছি, উইন্ডোজ আবার ইন্সটল দেয়া শুরু করবেন না যেন।
ডিস্কটি রান হয়ে গেলে আপনি নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ করুন। ধাপগুলো মনযোগ দিয়ে দেখুন। সাথে আমি স্ক্রিনশট যুক্ত করে দিয়েছি।
ধাপ-১
ডিস্কটি রান হলে install now তে ক্লিক না করে Repair your computer এ ক্লিক করুন।
এরপর Advance options এ গিয়ে Command prompt এ ক্লিক করুন। ব্যাস, প্রথম কাজ শেষ এবার পরের ধাপের কাজ শুরু।
ধাপ-২
এখন নিশ্চয়ই আপনি কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছেন?
এবার সেখানে bootrec.exe /FixMbr লিখে এন্টার চাপুন।
আবার bootrec.exxe /FixBoot লিখে এন্টার চাপুন।
আপনার কাজ প্রায় শেষ। এখন এখানে exit লিখে এন্টার দিয়ে বেড়িয়ে আসুন।
ধাপ-৩
আবার আগের পদ্ধতিতে কমান্ড প্রম্পট্ ওপেন করে DISKPART লিখে এন্টার চাপুন।
এবার ডিস্কপার্ট ওপেন হলে সেখানে লিখুন list disk এবং এন্টার।
এখন দেখবেন এখানে দেখাচ্ছে যে আপনার কয়টা হার্ড্ড্রাইভ আছে।
এখন যদি আপনার Disk number 0 তে মানে একমাত্র হার্ডড্রাইভে উইন্ডোজ ইন্সটল দেয়া থাকে তাহলে আপনি পরের ধাপে select disk 0 লিখে এন্টার দিন।
তারপর active লিখে এন্টার দিন…
কাজ শেষ…
এবার কম্পিউটার রিস্টার্ট দিন। আশাকরি কাজ করবে মানে উইন্ডোজ ওপেন হবে।
লেখাটি ভালো লাগলে মন্তব্য করলে খুশি হবো আর আপনার বন্ধুরা এমন সমস্যায় যাতে না পরে সেজন্যে শেয়ার করতে পারেন।